ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
তারা তিন থেকে চার মাস আগে প্রতিবেশী এক রাজ্য হয়ে মথুরায় চলে এসেছিল।

ভারতে ৯০ বাংলাদেশীকে আটকের দাবি

আন্তর্জাতিক প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

ভারতে ৯০ বাংলাদেশীকে আটকের দাবি করেছে স্থানীয় পুলিশ |সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরতে রাজ্যে রাজ্যে অভিযান আরো জোরদার হয়েছে। জেলা জুড়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এসএসপি শ্লোক কুমার বলেন, এমনই একটি অভিযানের সময় পুলিশ স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালায়। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সেখানে কর্মরত বহু বাংলাদেশী। তাদের এই দেশে আসার কোনো বৈধ নথি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, মোট ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। তারা সকলেই ভারতে অবৈধভাবে বসবাসকারী। নিজেদের বাংলাদেশী নাগরিক বলে স্বীকারও করেছে তারা।

পুলিশ সূত্রে খবর, তারা তিন থেকে চার মাস আগে প্রতিবেশী এক রাজ্য হয়ে মথুরায় চলে এসেছিল। এসএসপি জানান, পুলিশ তাদের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। কথা বলা হচ্ছে, তাদের কাজের ঠিকাদার এবং অন্যান্য সহযোগীদের সাথেও।

পিটিআই সূত্রে খবর, পুলিশ বাংলাদেশীদের থেকে কিছু আধার কার্ডও উদ্ধার করে, যা সম্ভবত অন্য কোনো রাজ্যে জাল নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল।

তিনি জানান, আরো আইনি প্রক্রিয়া চলছে। শিগগিরই জানা যাবে, কার হাত ধরে ভারতে ঢুকল তারা। কিভাবেই বা পেল কাজ। কোন সূত্রে কোথা থেকে জাল নথি বানায় তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

তারা তিন থেকে চার মাস আগে প্রতিবেশী এক রাজ্য হয়ে মথুরায় চলে এসেছিল।

ভারতে ৯০ বাংলাদেশীকে আটকের দাবি

আপডেট সময় ০৫:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরতে রাজ্যে রাজ্যে অভিযান আরো জোরদার হয়েছে। জেলা জুড়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এসএসপি শ্লোক কুমার বলেন, এমনই একটি অভিযানের সময় পুলিশ স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালায়। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সেখানে কর্মরত বহু বাংলাদেশী। তাদের এই দেশে আসার কোনো বৈধ নথি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, মোট ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। তারা সকলেই ভারতে অবৈধভাবে বসবাসকারী। নিজেদের বাংলাদেশী নাগরিক বলে স্বীকারও করেছে তারা।

পুলিশ সূত্রে খবর, তারা তিন থেকে চার মাস আগে প্রতিবেশী এক রাজ্য হয়ে মথুরায় চলে এসেছিল। এসএসপি জানান, পুলিশ তাদের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। কথা বলা হচ্ছে, তাদের কাজের ঠিকাদার এবং অন্যান্য সহযোগীদের সাথেও।

পিটিআই সূত্রে খবর, পুলিশ বাংলাদেশীদের থেকে কিছু আধার কার্ডও উদ্ধার করে, যা সম্ভবত অন্য কোনো রাজ্যে জাল নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল।

তিনি জানান, আরো আইনি প্রক্রিয়া চলছে। শিগগিরই জানা যাবে, কার হাত ধরে ভারতে ঢুকল তারা। কিভাবেই বা পেল কাজ। কোন সূত্রে কোথা থেকে জাল নথি বানায় তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা