ইউক্রেনের ন্যাশনাল পুলিশের পক্ষ থেকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘এটি শুধুই আরেকটি গোলাবর্ষণ নয়, এটি একটি ঠান্ডা মাথার যুদ্ধাপরাধ।’
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ান বাহিনী সুমি অঞ্চলে ইউক্রেনের সামরিক সরঞ্জাম মজুদকারী একটি এলাকায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
শুক্রবার তুরস্কে রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক অস্থায়ী যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যুদ্ধ শুরু করার পর এটি ছিল উভয় পক্ষের মধ্যে প্রথম সরাসরি সংলাপ। সুমির সামরিক প্রশাসনের প্রধান ইহোর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইউক্রেনের পুলিশ একটি গাঢ় নীল রঙের যাত্রীবাহী ভ্যানের ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, ভ্যানটির ছাদ প্রায় ভেঙে গেছে এবং জানালা উড়ে গেছে।
রয়টার্স