মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদি আছিয়ার মা আয়েশা রায় ঘোষণার পর আদালতে চত্বরে থেকে জানান, আমরা এ রায়ে সন্তুষ্ট না। হিটু শেখের মৃত্যুদণ্ড হলেও অন্য তিন আসামির খালাস পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। একই সাথে রায়ের কপি পেলে উচ্চ আদালতে খালাস পাওয়া আসামিদের বিচার দাবি করে আপিল করবেন। আদালত চত্বরে রায় শুনতে আসা উৎসুক জনতাও ক্ষোভ প্রকাশ করে বলেছেন অন্য তিন আসামিও কোনো না কোনোভাবে এ ঘটনার সাথে জড়িত। তাই তাদের শাস্তি হওয়া উচিত ছিল। একই সাথে তারা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি করেছেন।
আসামি পক্ষের আইনজীবী সোহেল আহমেদ বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো। তবে আসামি পক্ষ থেকে যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি সহায়তা করব। আর যদি কোনো যোগাযোগ না করে তাহলে এ মামলার ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। যতটুকু দায়িত্ব ছিল সে অনুযায়ী চেষ্টা করেছি।
রাষ্ট্রপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিযুক্ত অ্যার্টনি জেনারেল পদ মর্যাদার আইন কর্মকর্তা এহসানুল হক সমাজী বলেন, মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এক অনন্য রায় ঘোষণা করেছেন।
উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৮ বছরের শিশু আছিয়া গত ১ মার্চ সদর উপজেলার শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এরপর ফরিদপুর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সর্বশেষ গত ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মা আয়েশা খাতুন ৮ মার্চ বাদি হয়ে মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজিব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা খাতুনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ ঘটনার পর চার আসামিকেই গ্রেফতার করে। আলোচিত এ মামলায় গত ১৩ এপ্রিল তদন্ত কর্মকর্তা আলাউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র আদালতে দাখিল করেন। অভিযোগ গ্রহণের পর ১৩ কার্য দিবসে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।