গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে সপ্তাহব্যাপী সুপেয় পানি বিতরণ কার্যক্রম শুরু করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
গতকাল রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, তীব্র তাপদাহে ও খরার মধ্যে মানুষ কষ্ট পাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কৃষক, শ্রমিক, দিনমজুর ও পথচারীদের। এসব মানুষকে গরমে একটু স্বস্তি দিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীতে সপ্তাহব্যাপী সুপেয় পানি, শরবত-জুস, খাবার স্যালাইন বিতরণ করার উদ্যোগ নিয়েছে। জামায়াতে ইসলামী মানুষের যেকোন দুর্ভোগে সবার আগে পাশে গিয়ে দাঁড়ায়। আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বন্যা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের কল্যাণে মানবিক দায়িত্ববোধ থেকে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যান।
জামায়াতে ইসলামী একটি কল্যাণ মানবিক রাষ্ট্র গঠনে করতে চায় উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এমন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, মাদক থাকবে না। কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ স্বাধীন ও নিরাপদে নাগরিক অধিকার লাভ ও ভোগ করবে। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। এ ছাড়াও তিনি বিভেদের রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ড. মোবারক হোসেন, শাহিন আহমেদ খান, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।