বিজিবি সদস্যদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
হামলায় বিজিবির দুইজন সদস্য আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যরা হলেন—অনুজ কুমার ও মনিরুজ্জামান। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, ওই সীমান্তে নিয়মিত টহল দেয় বিজিবির নাজিরগোমানী ক্যাম্পের একটি টহলদল। এ সময় কয়েকজন মাদকব্যবসায়ী মাদক চোরাচালানের চেষ্টা করেন। এতে বাধা দিলে বিজিবির টহল দলের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। তাদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
৬১ বিজিবির নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপণ কুমার সরকার বলেন, এ ঘটনায় নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।