বাড্ডায় চুলার আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

- আপডেট সময় ০৭:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু তানজিলা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বয়স ছিল চার বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, গত শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। আজ বিকেল তিনটার দিকে শিশু তানজিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরে ৬৬ শতাংশ হয়েছিল।
এছাড়া ওই দুর্ঘটনায় আরো চার জন আহত হয়েছেন। তাদের মধ্যে তোফাজ্জল হোসেনের (৪৫) শরীরের ৮০ শতাংশ, মঞ্জুরার (৩৫) শরীরের ৬৭ শতাংশ, শিশু মিথিলার (৭) শরীরের ৬০ শতাংশ ও শিশু তানিশার (১১) শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসক।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তোফাজ্জল হোসেন। চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন।