ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

নিহত এসআই মনসুর আলী |

উত্তরার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকার কাছে ট্রেনের ধাক্কায় কে এম মনসুর আলী নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে মনসুর আলী রেললাইন ধরে হাঁটছিলেন। সে সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান মনসুর।’

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান ওসি জয়নাল আবেদীন।

সূত্র : ইউএনবি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

আপডেট সময় ০৮:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
উত্তরার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকার কাছে ট্রেনের ধাক্কায় কে এম মনসুর আলী নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে মনসুর আলী রেললাইন ধরে হাঁটছিলেন। সে সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান মনসুর।’

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান ওসি জয়নাল আবেদীন।

সূত্র : ইউএনবি