ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন আপিল বিভাগে স্থগিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলায় আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার এক প্রতিবেদনে এ কথা জানায় বিবিসি। তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দু’সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্টকে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়।

পরে ১১৫ জন আইনজীবী হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি নিয়ে জামিন স্থগিত রাখার আদেশ দিয়েছে আদালত।

জামিনের মেয়াদ শেষে গত ৬ এপ্রিল ৮৩ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের কারাগারে পাঠায় আদালত।

বিবিসি

নিউজটি শেয়ার করুন

আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন আপিল বিভাগে স্থগিত

আপডেট সময় ১২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলায় আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার এক প্রতিবেদনে এ কথা জানায় বিবিসি। তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দু’সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্টকে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়।

পরে ১১৫ জন আইনজীবী হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি নিয়ে জামিন স্থগিত রাখার আদেশ দিয়েছে আদালত।

জামিনের মেয়াদ শেষে গত ৬ এপ্রিল ৮৩ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের কারাগারে পাঠায় আদালত।

বিবিসি