প্রজ্ঞাপনে জানানো হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে ১২ কর্মকর্তাকে পদোন্নতি প্রদানে সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।
পদোন্নতি প্রাপ্তরা হলেন- এডিশনাল আইজি চলতি দায়িত্ব মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো: আকরাম হোসেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডি ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট এসএমপির পুলিশ কমিশনার মো: রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি চলতি দায়িত্ব খন্দকার রফিকুল ইসলাম, পিবিআই -এর অতিরিক্ত আইজিপি মো: মোস্তফা কামাল, পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো: ছিবগাত উল্লাহ ও রাজার বাগ পুলিশ হাসপাতাল -এর পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।
সূত্র : বাসস