ঢাবি ছাত্রদলের হল কমিটিতে ছাত্রলীগ থেকে পুনর্বাসিত হলো যারা

- আপডেট সময় ১২:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে পুনর্বাসিত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ আগস্ট) ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো অনুমোদনের কথা জানানো হয়।
নতুন আহ্বায়ক কমিটি পাওয়া হলগুলো হলো—মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হল।
হল কমিটিতে পুনর্বাসিত হলো ছাত্রলীগ:
শামসুন নাহার হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা এর আগে একই হলের ছাত্রলীগের কমিটিতে উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন। এছাড়া কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস পুতুল গতবছর ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ছাত্রলীগ নেতা সৈকতের সাথে তার ছবি রয়েছে। শেখ হাসিনার মেট্রোরেল উদ্বোধনের অনুষ্ঠানে সামনের সারিতে তাকে দেখা গেছে।
হাজী মোহাম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান মিয়া ও মোঃ জনি প্রামানিক ইতোপূর্বে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার ছবি আছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু শেখ গত বছরও খালেদা জিয়া ও বিএনপিকে ব্যঙ্গ করে ছবি পোস্ট করেছেন। গণঅভ্যুত্থানেও বিরুদ্ধে অবস্থান নিয়ে তার ফেসবুক পোস্ট রয়েছে।
হাজী মুহাম্মদ মহসিন হল শাখার সদস্য আহমেদ জাবির মাহামকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে “সারা বাংলায় খবর দে/ এক দফার করর দে” পোস্ট দেওয়ায় বয়কট করেছিল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থীরা।
এছাড়া এএফ রহমান হল শাখা ছাত্রদলের বাদশাহ বিন ফরহাদ আলভী ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট এবং ‘জয় বাংলা কনসার্টে’র ছবি পোস্ট দিতে দেখা গেছে। একই হলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসাইন আগে ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।
পুনর্বাসিত হওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা:
ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের পদায়ন হওয়া ৭০ ছাত্রদল নেতার তালিকা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত যাদের ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে তারা হলেন:
০১. মোঃ নাছির উদ্দিন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাবি ছাত্রদল।
(ছাত্রলীগ পুনর্বাসনের পুরো ঘটনায় তাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে! তার বিরুদ্ধে সলিমুল্লাহ হলে অনেকগুলো ছাত্র নির্যাতনের ঘটনা ইতোপূর্বে শিক্ষার্থী সংসদে এসেছিল।)
০২. রাজু আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল।
০৩. আব্দুল হামিদ, সদস্য সচিব, অমর একুশে হল ছাত্রদল
০৪. রোমান মিয়া, যুগ্ম সদস্য সচিব, মুহসীন হল
০৫. আনিকা বিনতে আশরাফ, সদস্য সচিব, রোকেয়া হল ছাত্রদল
০৬. আরকানুল ইসলাম রূপক, যুগ্ম আহবায়ক, বিজয় একাত্তর হল ছাত্রদল
০৭. মোমিতুর রহমান পিয়াল, যুগ্ম আহবায়ক, শেখ মুজিব হল ছাত্রদল
০৮. আহমেদ জাবির মাহাদ, সদস্য, মুহসীন হল ছাত্রদল (এক দফার কবর দে লিখে পোস্ট করে)
০৯. আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহবায়ক, মুজিব হল ছাত্রদল
১০. মোস্তফা হোসাইন লিখন, যুগ্ম আহবায়ক, মুজিব হল ছাত্রদল
১১. আবু জর গিফারি ইফাত, আহবায়ক, মুহসিন হল ছাত্রদল
১২. জান্নাতুল ফেরদৌস পুতুল, সদস্য সচিব, মৈত্রী হল ছাত্রদল
১৩. নিতু রানী সাহা, সিনিয়র যুগ্ম আহবায়ক, শামসুন্নাহার হল ছাত্রদল
১৪. রাকিব হাসান, যুগ্ম আহবায়ক, ফজলুল হক হল ছাত্রদল
১৫. হাসনাত তারিক জিম, যুগ্ম আহবায়ক, জহু হল ছাত্রদল
১৬. রাজু শেখ, যুগ্ম আহবায়ক, জিয়া হল ছাত্রদল
১৭. মোয়াজ শাহরিয়ার অপু, যুগ্ম আহবায়ক, মুহসিন হল ছাত্রদল
১৮. মহিবুল ইসলাম আকন্দ, যুগ্ম আহবায়ক, মুহসিন হল ছাত্রদল
১৯. রাকিবুল হাসান সৌরভ, সিনিয়র যুগ্ম আহবায়ক, শহীদুল্লাহ্ হল ছাত্রদল
২০. শাহরিয়ার লিয়ন, সদস্য সচিব, জহু হল ছাত্রদল
২১. আবিদ হাসনাত, আহবায়ক, ফজলুল হক হল ছাত্রদল
২২. শিবলি রহমান পাভেল, যুগ্ম আহবায়ক, মুহসিন হল ছাত্রদল
২৩. আজিজুল হাকিম, যুগ্ম আহবায়ক, জিয়া হল ছাত্রদল
২৪. মাহমুদ হাসান, যুগ্ম আহবায়ক, জিয়া হল ছাত্রদল
২৫. ইমতিয়াজ আহমেদ, সদস্য, মুজিব হল ছাত্রদল
২৬. জিন্নাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক, জহু হল ছাত্রদল
২৭. জাকিয়া সুলতানা আলো, সিনিয়র যুগ্ম আহবায়ক, সুফিয়া কামাল হল ছাত্রদল
২৮. মাহিন আহমেদ, যুগ্ম আহবায়ক, জিয়া হল ছাত্রদল
২৯. মুনতাহা মিথ, যুগ্ম আহবায়ক, এফ রহমান হল
৩০. ধ্রুব রায়, সদস্য, জগন্নাথ হল
৩১. ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক, এফ এইচ হল
৩২. সাদমান সাকিব শাওন, যুগ্ম আহবায়ক, মুজিব হল
৩৩. রোমান সরকার, যুগ্ম আহবায়ক, মুজিব হল ছাত্রদল
৩৪. সজীব হোসেন, যুগ্ম আহবায়ক, জহু হল ছাত্রদল
৩৫. রবিউল ইসলাম নাহিদ, যুগ্ম আহবায়ক, শহীদুল্লাহ্ হল ছাত্রদল
৩৬. জনি প্রামাণিক, যুগ্ম আহবায়ক, মুহসিন হল
৩৭. বাদশা বিন ফরহাদ আলভি, সদস্য, এফ আর হল
৩৮. তারিক ইসলাম, ক্যাফেটেরিয়া সম্পাদক, ঢাবি
৩৯. রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহবায়ক, বিজয় একাত্তর হল
৪০. রাসেল হোসেন, যুগ্ম আহবায়ক, জহু হল
৪১. আকাশ মাহমুদ, জিয়া হল যুগ্ম আহবায়ক
৪২. সৈয়দ মিজবাহ, যুগ্ম আহবায়ক, মুজিব হল
৪৩. রায়হান আহমেদ, যুগ্ম আহবায়ক, জিয়া হল
৪৪. শাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক, এফ রহমান হল ছাত্রদল
৪৫. নাসিফ হাসান উদয়, যুগ্ম আহবায়ক, জিয়া হল ছাত্রদল
৪৬. মনসুর রাফি, সদস্য সচিব, মুহসিন হল ছাত্রদল
৪৭. সাজ্জাদ হোসেন রবিন, যুগ্ম আহবায়ক, মুহসীন হল
৪৮. আব্দুল হান্নান সবুজ, এসএম হল যুগ্ম আহবায়ক
৪৯. নাজমুল কাদের, অমর একুশে হল যুগ্ম আহবায়ক
৫০. মোঃ নাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক অমর একুশে হল ছাত্রদল
৫১. এনামুল হক, সূর্যসেন হল যুগ্ম আহবায়ক
৫২. নুরুল আমীন তায়েব, যুগ্ম আহবায়ক, অমর একুশে হল ছাত্রদল
৫৩. মোঃ আরমান হোসেন, যুগ্ম আহবায়ক, অমর একুশে হল ছাত্রদল
৫৪. আবরার হারুন, যুগ্ম আহবায়ক, জিয়া হল ছাত্রদল
৫৫. শাকিব হাসান, যুগ্ম আহবায়ক, অমর একুশে হল ছাত্রদল
৫৬. আজমাইন শাহরিয়ার তান, যুগ্ম আহবায়ক, মুহসিন হল ছাত্রদল
৫৭. শাহরিয়ার ইসলাম, যুগ্ম আহবায়ক, ফজলুল হক হল
৫৮. সাকিনা সুলতানা বন্যা, যুগ্ম আহবায়ক, রোকেয়া হল
৫৯. আবিদুর রহমান মিশু, সদস্য সচিব, সূর্যসেন হল
৬০. ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক, এফ এইচ হল
৬১. জান্নাতুল ফেরদৌস ইতি, সদস্য সচিব, ফজিলাতুন্নেছা হল
৬২. মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক, বিজয় একাত্তর হল
৬৩. রাখাল চন্দ্র রায়, যুগ্ম আহবায়ক, জগন্নাথ হল
৬৪. আহনাফ আহমাদ রাফি, যুগ্ম আহবায়ক, বিজয় একাত্তর হল
৬৫. ওবায়দুল্লাহ রিদওয়ান, সংস্কৃতি সম্পাদক, ঢাবি
৬৬. মেহেদী হাসান জয়, সহ-মানবাধিকার সম্পাদক, ঢাবি
৬৭. কাজল হাসান কাওসার, যুগ্ম আহবায়ক, ফজলুল হক মুসলিম হল।
৬৮. রবিউল হাসান নাহিদ, যুগ্ম আহবায়ক, শহীদুল্লাহ হল
৬৯.শাহ জামাল, যুগ্ম আহবায়ক, ফজলুল হক হল
৭০. ফাহিম আহমেদ, সদস্য, ঢাবি ছাত্রদল
উল্লেখ্য, মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই ১৮টি হল কমিটিতে পদ পেয়েছেন।