সংস্কারের মাধ্যমে দেশ গঠন করতে না পারলে অভ্যুত্থান ব্যর্থ হবে: রাশেদ খাঁন

- আপডেট সময় ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, গণঅভ্যুত্থানে ২ হাজার শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ। এবার যদি আমরা রাষ্ট্রসংস্কারের মাধ্যমে দেশ গঠন করতে না পারি, তাহলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে। এই গণঅভ্যুত্থান ব্যর্থ না হয় তাহলে আপনাদেরকে সচেতন হতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নগরবাথা বাজারে গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের গণঅধিকার পরিষদের আয়োজনে এই আলোচনা সভায অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রাসেল আহমেদ।
রাশেদ খাঁন বলেন, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দল সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনাদের ভেতরে যে একতা ছিল, যে মহব্বত ছিল, যেভাবে ১৬ বছর একসঙ্গে লড়াই করেছেন, সেই একইভাবে আপনারা একতাবদ্ধ থাকুন। আজকে যদি আপনারা বিচ্ছিন্ন হয়ে যান, আপনাদের মাঝে বিভেদ সৃষ্টি হয়, বিভক্ত হয়ে যান, তাহলে কিন্তু আবারও সেই ফ্যাসিবাদ হাসিনার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ফিরে আসবে। তখন কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না।
তিনি বলেন, আমরা দেখেছি, বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতারা বিভিন্ন সময়ে পাটখেতে, ধানখেতে ঘুমিয়েছেন। আর আওয়ামী লীগের লোকজন বড় বড় অট্রলিকায় এসির ঠান্ডা বাতাসে ঘুমিয়েছেন। আমাদেরকে কষ্ট দিয়েছেন। তারপরও আওয়ামী লীগের পতনের পরে ওইভাবে আওয়ামী লীগের ওপরে দমন-পীড়ন হয় নাই।
তিনি আরও বলেন, আমরা সব সময় সহনশীলতার কথা বলেছি। আমরা বলেছি, রাজনৈতিক কারণে কাউকে হত্যা করা যাবে না। গুম করা যাবে না। কাউকে নির্যাতন করা যাবে না। কোনো অন্যায় করা যাবে না। আমরা চাই, ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা। সেই লক্ষ্যে কাজ করছে গণধিকার পরিষদ।
এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকারের সভাপতি রাকিবুল হাসান রকিব, যুবনেতা মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদ মো. রায়হান হোসেন রিহান, মো. মাহাফুজ রহমান, মো. হালিম পারভেজ ও মো. নাহিদ হাসনান প্রমুখ।