জুলাই সনদের আলোকে নির্বাচন চায় জামায়াত
আমরা ইলেকশন চাই, সিলেকশন নয় : আব্দুল্লাহ তাহের

- আপডেট সময় ০৮:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলকেশন চাই, সিলেকশন নয়।
ঢাকা মহানগর জামায়াতের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত ও নোট দিয়েছেন। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে?
তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। মাসের পর মাস আমাদের সময় নিয়েছে। সবকিছুর বিষয়ে ঐকমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। আমরা চাই যেসব জায়গায় আমরা একমত হয়েছি, সেসব জায়গায় সংস্কার করে নির্বাচন দিতে হবে। জনগণ বিতর্কিত নির্বাচন আর চায় না।
সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দীন বলেন, অন্তত ৯০ শতাংশ মানুষ পিআরের পক্ষে। আপনারা গণভোট নিয়ে দেখতে পারেন। গত ১২ মাসে আপনারা কি করেছেন, আর জামায়াত কি করেছে। সব বিবেচনা করে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ জামায়াতকেই নির্বাচিত করবে।