বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারওয়ার আলম বলেন, যেকোনো কাজে একটি চ্যালেঞ্জ থাকবে, এটি সাধারণ বিষয়। সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে জনতার যে শক্তি, মানুষের যে শক্তি এইটা হলো বড় বিষয়। আজকে সারা দেশব্যাপী যে সচেতনতা বা গণপ্রতিরোধ গড়ে ওঠেছে, কেন? মানুষজন সবাই বুঝে নিয়েছে যে এই কাজটা অন্যায় হয়েছে। এই যে সরকার এবং জনগণ পাশাপাশি থাকে, তখন এই গোষ্ঠীগত কোনো শক্তির পাত্তা থাকে না।
জেলা প্রশাসক বলেন, আমরা যে বিষয়কে গুরুত্ব দিচ্ছি তা হচ্ছে, এখান থেকে যে পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলোকে নিজ উদ্যোগে প্রতিস্থাপন করা। আরেকটি বিষয়, এখানে কারা কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেটি। ভবিষ্যতে যাতে আর এ ধরনের কাজ না ঘটে, সেইটার স্থায়ীভাবে সমাধানে কাজ করা।