রাজনীতির গুণগত পরিবর্তন না হলে আবার স্বৈরাচার তৈরি হবে: এটিএম আজহার

- আপডেট সময় ১১:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রংপুরের বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াতে ইসলামীর ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, শেখ হাসিনা বলেছিল, আওয়ামী লীগ পালায় না, অথচ তারা ভাত-মাছ রান্না করে না খেয়ে পালিয়েছে। সে যে দেশ থেকে এসেছিল, সেই ভারতে চলে গেছে। জামায়াতে ইসলামীর ওপর ১৭ বছর ধরে জুলুম, হত্যা, গুম, খুনসহ আওয়ামী লীগ সব নির্যাতন চালিয়েছে। কিন্তু আমাদের একজন নেতাকর্মীও দেশ ছেড়ে পালায়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। জামায়াত তার বিরোধিতা করেছিল, যার কারণে আওয়ামী লীগ জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। তারপরও জামায়াতের নেতাকর্মী কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। অত্যাচার করলে ইসলামী আন্দোলন বৃদ্ধি পায়, কমে না।
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের টাকার বিনিময়ে কেনা যায় না। এটা আওয়ামী লীগ ভালোভাবে জানতো, এজন্য জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে জামায়াত ইসলামী সমাজ কায়েম করতে চায়।
সমাবেশে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মেনহাজুল, কাজী আব্দুল মাবুদ ও মাওলানা মাহফুজ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান।