ঢাবির হলে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

- আপডেট সময় ০৪:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ১৪৯ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি রুমে গাঁজা সেবনরত অবস্থায় প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে একজন মুজিব হলেরই প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আরেকজন সূর্য সেন হলে হলের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ৫০২৩নং রুমের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমি গোসল করে রুমে ঢুকে দেখি গাঁজা বানিয়ে বেডের ওপর রেখে দিয়েছে। তখন আমি কিছু বলতে পারিনি, কারণ তারা আমাকে মারবে। তারপর আমি পাশের রুমের বড় ভাইদের জানালে তারা হাতেনাতে তাদের আটক করে হল প্রশাসনকে জানান।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. এ. এফ. এম মোস্তাফিজুর রহমান বলেন, তাদের সঙ্গে গাঁজা ছিল কিন্তু কেউ খেতে দেখেনি। প্রথম বর্ষ হওয়ায় মানবিক দৃষ্টি বিবেচনায় হল প্রশাসন থেকে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তারা হলে উঠতে পারবে না। তাদের বিরুদ্ধে হল প্রশাসন ব্যবস্থা নেবে। তাদের পরিবার ও ডিপার্টমেন্টে এই বিষয়টি জানানো হবে।
এর আগেই গত ১৭ আগস্ট শেখ মুজিবুর রহমান হলের অন্য এক একটি রুমে গাঁজা সেবনরত অবস্থায় আটক হওয়া প্রথম বর্ষের চার শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।