শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার অ্যাকাডেমিতে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন
জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকবে। তাদের প্রশিক্ষণ দিয়ে ভোট কেন্দ্রের ভেতরের যে শৃঙ্খলা এবং যেকোনো ধরনের অনিয়ম ও উচ্ছৃঙ্খল আচরণ যাতে নিয়ন্ত্রণ করা যায় সেটার জন্য মৌলিক প্রশিক্ষণ শুরু করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের উপজেলা আনসারদের ভূমিকা ও রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় এক লাখ ৮০ হাজার সদস্য নতুন করে তৈরি করব। প্রত্যেকটা জেলায় কতজন আমরা তৈরি করব সেটা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। গত এক বছরে আমরা দেড় লাখ আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা ৩ লাখ আনসার রেডি করছি, মোতায়েন হবে সাড়ে ৬ লাখ।’
অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহা পরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, অ্যাকাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আনসার, এপিসি ও পিসি সদস্যদের এ প্রশিক্ষণে মোট এক হাজার ১৬০ জন প্রশিক্ষণার্থী (পুরুষ ১,১৫১ জন ও মহিলা ৯ জন) অংশগ্রহণ করেন। এরমধ্যে এক হাজার ১৩৬ জন সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন এবং ২৪ জন অকৃতকার্য হন। প্রশিক্ষণকালীন সময়ে মৌলিক শরীরচর্চা, সাধারণ ও অস্ত্র ড্রিল, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব ও শৃঙ্খলা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সংগঠন ও বিধি-বিধান, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, নারী ও শিশুর সুরক্ষা, উগ্রবাদ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেয়া হয়।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে বিশেষ কৃতিত্বের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- তরিকুল ইসলাম, মো: বারিক ও মাইনুল ইসলাম।