ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে জামায়াতের শোক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে
দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ আগস্ট) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনাব আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।’  ‘আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসাথে তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে, আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে পৃথক এক বাণীতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মরহুম আলমগীর মহিউদ্দীন ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ক্ষুরধার লেখনী মানুষের চিন্তার জগতে আলোরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার মৃত্যুতে আমরা একজন প্রতিথযথা কলম সৈনিক ও বুদ্ধিজীবী হারালাম। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।’

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।

পৃথক বাণীতে আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

নেতৃবৃন্দ, মরহুম আলমগীর মহিউদ্দিনের কর্মময় জীবনের স্মরণ করে বলেন, ‘তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। আমৃত্যু তিনি একজন কলম সৈনিক হিসেবে দেশ ও জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে তার মতো একজন সাহসী, দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠা ও আদর্শবান সাংবাদিকের শূন্যতা গণমাধ্যমের পাশাপাশি জাতির জন্য বেদনাদায়ক।’

উল্লেখ্য, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য আলমগীর মহিউদ্দিন আজ শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে জামায়াতের শোক

আপডেট সময় ০৮:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ আগস্ট) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনাব আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।’  ‘আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসাথে তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে, আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে পৃথক এক বাণীতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মরহুম আলমগীর মহিউদ্দীন ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ক্ষুরধার লেখনী মানুষের চিন্তার জগতে আলোরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার মৃত্যুতে আমরা একজন প্রতিথযথা কলম সৈনিক ও বুদ্ধিজীবী হারালাম। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।’

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।

পৃথক বাণীতে আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

নেতৃবৃন্দ, মরহুম আলমগীর মহিউদ্দিনের কর্মময় জীবনের স্মরণ করে বলেন, ‘তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। আমৃত্যু তিনি একজন কলম সৈনিক হিসেবে দেশ ও জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে তার মতো একজন সাহসী, দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠা ও আদর্শবান সাংবাদিকের শূন্যতা গণমাধ্যমের পাশাপাশি জাতির জন্য বেদনাদায়ক।’

উল্লেখ্য, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য আলমগীর মহিউদ্দিন আজ শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।