জাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ছাত্রদলের, দায় দিলেন শিবিরের উপর

- আপডেট সময় ০৮:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলে অতিথি কক্ষে মিটিং করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। কিন্তু ছাত্রশিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
জানা যায়, রোববার (২৪ আগস্ট) রাত ১০ টায় মওলানা ভাসানী হলের গেস্ট রুমে জাকসু উপলক্ষে্য আলোচনা ও রাতের খাবারের আয়োজন করে সংশ্লিষ্ট হলের ৫১ ব্যাচের ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে উপস্থিত হন জিএস প্রার্থী ও শাখা শিবিরের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। অতিথি কক্ষে শিক্ষার্থীদের জমায়েত দেখে কুশল বিনিময় করতে যান তিনি। এসময় ছাত্রদল ছাড়াও বাগছাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জি এস প্রার্থী মাজহারুল ইসলাম মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বলেন, আমি বাইরে ছিলাম, ফিরে এসে গেস্টরুমে ঢোকার আগে যতটুকু শুনেছি এইখানে জমায়েত হলের ৫১ ব্যাচের ছাত্রদলের ছোট ভাইয়েরা ডেকেছে, এখানে বাগছাস-ছাত্রদল সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও ছিলো, সাধারণ শিক্ষার্থীরাও ছিলো। আমি সবার শেষে ঢুকে তাদের সাথেই একসাথে বসে কিছু কথা বলেছি কেবল, তারপর সবার সাথেই বের হয়েছি। এখানে নির্বাচনী কোনো মিটিং হয়নি।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, জাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে হলের গেস্ট রুমে মিটিং করে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে শিবিরের জিএস প্রার্থী, নির্বাচন কমিশন কে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বলেন, এটা কি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নয়? জাকসু নির্বাচনের শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী গেষ্ট রুমে মিটিং করছেন৷ এর বিরুদ্ধে জাকসু নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিবেন?? নাকি তাদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে?
এদিকে ভাসানী হলের ৫১ ব্যাচের ছাত্রদলের আয়োজনের মিটিং উপলক্ষে সোলাইমান সাব্বিরের পক্ষে মোহাম্মদ বলেন, মৃত্যুর উপত্যকায় দাড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নিপীড়িত ও একনিষ্ঠ কর্মী সোলাইমান সাব্বির (দর্শন- ৫১) জাকসু উপলক্ষে আজকে রাত ১০ টায় এক বিরল ডিনারের আয়োজন করেছে মওলানা ভাসানী হল ডাইনিং রুমে।
এ বিষয়ে সোলাইমান সাব্বির বলেন, আমরা ভাসানী হলের ৫১ ব্যাচের আয়োজনে ৫২ ও ৫৩ ব্যাচের সবাইকে নিয়ে গেস্ট রুমে বসি। এসময় শিবিরের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম কি জন্য আমাদের মিটিং প্রবেশ করে জানি না। তার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।