কোর্ট চলাকালীন স্ট্রোক করে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী

- আপডেট সময় ০৮:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
কোর্ট চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ২৫ নম্বর বেঞ্চে মামলা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী আইনজীবীরা নুরুল আমিনকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আমাদের সহকর্মী সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া আজ সোমবার কোর্ট চলাকালীন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বিচারকার্য পরিচালিত হয়নি। মরহুমের জানাজা আজ বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, তিনি অনেক সহজ-সরল মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় বিজ্ঞ বন্ধুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করুন।