ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগরের আলোচিত ৮ খুন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

ঢাকার অদূরে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের নাম সর্বজন সমাদৃত। প্রাণ-প্রকৃতির মাঝে অনন্য এ ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ছাত্র-রাজনীতির ডামাডোলে প্রাণ হারিয়েছেন ৮ জন শিক্ষার্থী।

জাহাঙ্গীরনগর আলোচিত ৮ খুনের মধ্যে ৩ টি ঘটেছে জাতীয়তাবাদী ছাত্রদলের হাতে, ৩টি নিষিদ্ধ  ঘোষিত ছাত্রলীগের হাতে এবং ১টি জাসদ ছাত্রলীগের হাতে সংঘটিত হয়েছে।

১: জাকসুর প্রথম জিএস শাহ বোরহান উদ্দীন রোকন হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৭৩ সাল

হত্যাকান্ডের কারণ: মুজিববাদী ছাত্রলীগের হামলায় জাসদ ছাত্রলীগের রোকন নিহত হয় বলে অভিযোগ রয়েছে। (শহীদ রোকনের নামে জাহাঙ্গীরনগর ছাত্রফ্রন্টের একটি লাইব্রেরি রয়েছে)

বিচারিক অবস্থা : কোনপ্রকার চার্জশীট দাখিল করা হয়নি।

২। জাকসুর দ্বিতীয় জিএস মোজাম্মেল হক হত্যাকান্ড :

হত্যাকান্ডের তারিখ : ১৯৭৪ সাল

হত্যাকান্ডের কারণ: জাসদ ছাত্রলীগের (বর্তমানে বাসদের ছাত্রফ্রন্ট) অথবা সর্বহারা পার্টির ক‍্যাডারদের হামলায় মুজিববাদী ছাত্রলীগের মোজাম্মেল হলের নিজ কক্ষে নিহত হয় বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হয়, এটা ছিলো মূলত প্রথম হত্যাকান্ডের প্রতিশোধ।

বিচারিক অবস্থা : কোনপ্রকার চার্জশীট দাখিল করা হয়নি।

৩।হাবিবুর রহমান কবির হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৮৯ সালের ২৬ আগস্ট

হত্যাকান্ডের কারণ: ছাত্রশিবিরের সাথে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদলের অপর পক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। অবশ্য এ হত্যাকান্ডের দায় শিবিরের উপর চাপানোর চেষ্টা করে ছাত্রদল।

বিচারিক অবস্থা : অভিযুক্ত আসামীরা আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

৪। শওকত কবীর দীপু হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৯৪ সালের ২৩ নভেম্বর

হত্যাকান্ডের কারণ: ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত বলে অভিযুক্ত।

বিচারিক অবস্থা :বিচারিক অগ্রগতি নেই; চার্জশীট পর্যন্ত দাখিল করা হয়নাই।

৫।কামরুল ইসলাম হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৯৪ সাল

হত্যাকান্ডের কারণ: ভর্তি পরীক্ষার ভাইভা দিতে এসে শিবির সন্দেহে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

বিচারিক অবস্থা: বিচারিক অগ্রগতি নেই; চার্জশীট পর্যন্ত দাখিল করা হয়নি।

৬।আনন্দ কুমার ঘোষ হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৯৭ সালের ১৮ই অক্টোবর

হত্যাকান্ডের কারণ: ছাত্রলীগের দুই গ্রুপের অন্তকোন্দলে গুলি করে হত‍্যা।

বিচারিক অবস্থা : অভিযুক্ত ১৩জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছিলো।প্রথমে খুনীদের গ্রেফতার করা হলেও ৬ মাসের মধ্যে জামিনে মুক্ত হয়ে তারা এখন পর্যন্ত পলাতক অবস্থাতেই রয়েছে।

৭। জুবায়ের আহমেদ হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ২০১২ সালের ৮ই জানুয়ারী

হত্যাকান্ডের কারণ: ছাত্রলীগের দুই গ্রুপের অন্তকোন্দলে ক‍্যাম্পাসে প্রকাশ‍্যে খুন।

বিচারিক অবস্থা : ৫ জনের ফাঁসি; ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড। তবে রায় কার্যকর হয়নি; অনেক আসামীই পলাতক।

৮। শামীম মোল্লা হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ২০২৪ সালের ১৯শে সেপ্টেম্বর।

হত্যাকান্ডের কারণ: ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে গণপিটুনিতে আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয়।

বিচারিক অবস্থা : মামলা চলমান। অভিযুক্ত আসামীদের কয়েকজনের জামিন হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগরের আলোচিত ৮ খুন

আপডেট সময় ০৯:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ঢাকার অদূরে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের নাম সর্বজন সমাদৃত। প্রাণ-প্রকৃতির মাঝে অনন্য এ ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ছাত্র-রাজনীতির ডামাডোলে প্রাণ হারিয়েছেন ৮ জন শিক্ষার্থী।

জাহাঙ্গীরনগর আলোচিত ৮ খুনের মধ্যে ৩ টি ঘটেছে জাতীয়তাবাদী ছাত্রদলের হাতে, ৩টি নিষিদ্ধ  ঘোষিত ছাত্রলীগের হাতে এবং ১টি জাসদ ছাত্রলীগের হাতে সংঘটিত হয়েছে।

১: জাকসুর প্রথম জিএস শাহ বোরহান উদ্দীন রোকন হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৭৩ সাল

হত্যাকান্ডের কারণ: মুজিববাদী ছাত্রলীগের হামলায় জাসদ ছাত্রলীগের রোকন নিহত হয় বলে অভিযোগ রয়েছে। (শহীদ রোকনের নামে জাহাঙ্গীরনগর ছাত্রফ্রন্টের একটি লাইব্রেরি রয়েছে)

বিচারিক অবস্থা : কোনপ্রকার চার্জশীট দাখিল করা হয়নি।

২। জাকসুর দ্বিতীয় জিএস মোজাম্মেল হক হত্যাকান্ড :

হত্যাকান্ডের তারিখ : ১৯৭৪ সাল

হত্যাকান্ডের কারণ: জাসদ ছাত্রলীগের (বর্তমানে বাসদের ছাত্রফ্রন্ট) অথবা সর্বহারা পার্টির ক‍্যাডারদের হামলায় মুজিববাদী ছাত্রলীগের মোজাম্মেল হলের নিজ কক্ষে নিহত হয় বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হয়, এটা ছিলো মূলত প্রথম হত্যাকান্ডের প্রতিশোধ।

বিচারিক অবস্থা : কোনপ্রকার চার্জশীট দাখিল করা হয়নি।

৩।হাবিবুর রহমান কবির হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৮৯ সালের ২৬ আগস্ট

হত্যাকান্ডের কারণ: ছাত্রশিবিরের সাথে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদলের অপর পক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। অবশ্য এ হত্যাকান্ডের দায় শিবিরের উপর চাপানোর চেষ্টা করে ছাত্রদল।

বিচারিক অবস্থা : অভিযুক্ত আসামীরা আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

৪। শওকত কবীর দীপু হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৯৪ সালের ২৩ নভেম্বর

হত্যাকান্ডের কারণ: ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত বলে অভিযুক্ত।

বিচারিক অবস্থা :বিচারিক অগ্রগতি নেই; চার্জশীট পর্যন্ত দাখিল করা হয়নাই।

৫।কামরুল ইসলাম হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৯৪ সাল

হত্যাকান্ডের কারণ: ভর্তি পরীক্ষার ভাইভা দিতে এসে শিবির সন্দেহে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

বিচারিক অবস্থা: বিচারিক অগ্রগতি নেই; চার্জশীট পর্যন্ত দাখিল করা হয়নি।

৬।আনন্দ কুমার ঘোষ হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ১৯৯৭ সালের ১৮ই অক্টোবর

হত্যাকান্ডের কারণ: ছাত্রলীগের দুই গ্রুপের অন্তকোন্দলে গুলি করে হত‍্যা।

বিচারিক অবস্থা : অভিযুক্ত ১৩জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছিলো।প্রথমে খুনীদের গ্রেফতার করা হলেও ৬ মাসের মধ্যে জামিনে মুক্ত হয়ে তারা এখন পর্যন্ত পলাতক অবস্থাতেই রয়েছে।

৭। জুবায়ের আহমেদ হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ২০১২ সালের ৮ই জানুয়ারী

হত্যাকান্ডের কারণ: ছাত্রলীগের দুই গ্রুপের অন্তকোন্দলে ক‍্যাম্পাসে প্রকাশ‍্যে খুন।

বিচারিক অবস্থা : ৫ জনের ফাঁসি; ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড। তবে রায় কার্যকর হয়নি; অনেক আসামীই পলাতক।

৮। শামীম মোল্লা হত্যাকান্ড

হত্যাকান্ডের তারিখ : ২০২৪ সালের ১৯শে সেপ্টেম্বর।

হত্যাকান্ডের কারণ: ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে গণপিটুনিতে আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয়।

বিচারিক অবস্থা : মামলা চলমান। অভিযুক্ত আসামীদের কয়েকজনের জামিন হয়েছে।