ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের গেস্টরুমের আদলে এখন ‌মুড়িপার্টি কালচার চলছে: আবিদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে
সাংবাদিক সম্মেলনে ডাকসুতে ছাত্রদল মনোনিত প্রার্থীগণ

নিষিদ্ধ ছাত্রলীগের গেস্টরুমের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে হলে এখন মুড়িপার্টি কালচার চলছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম বলেন, আগে ছাত্রলীগ করতো গেস্টরুম-গণরুম কালচার। এখন হলে হলে মুড়িপার্টির কালচার চলছে। সেখানে গুপ্ত সংগঠনের প্যানেল সদস্যদের নাম মুখস্থ করানো হচ্ছে। আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

আবিদ বলেন, গুপ্ত সংগঠনগুলো জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। প্রচারণার সময় আমাদের ওপর গুপ্ত সংগঠন কর্তৃক মবেরও আশঙ্কা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে এসময় তিনি বলেন, যদি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না জানিয়ে তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার পেজ ও গ্রুপগুলোতে অপপ্রচার ও প্রোপাগান্ডা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষকে জানানোর পরও বিটিআরসি এখনো তা বন্ধ করতে পারেনি।

তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্রে মূল যে উদ্দেশ্যে ছিল সেখানে লেখা ছিল মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করা‌ই ডাকসুর অন্যতম প্রধান উদ্দেশ্য। ৫ আগস্ট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটা কারা জেনারালাইজেশন করার চেষ্টা করেছিল‌, কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকারদের ছবি  টাঙিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে, কারা ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে, কারা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজ্যাকার বলেছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে কারা আমাদের জাতীয় সংগীতকে অবমাননা করেছে। এছাড়াও আরো অনেক বিষয় আছে।

যারা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বারংবার মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে তাদেরকে নির্বাচন প্রক্তিয়ায় অংশগ্রহণ ও সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুতেই ক্ষমা করেছে। যদিও আপনারা বলেন পক্ষপাতিত্বের কথা আমাদের বিরুদ্ধে।

আবিদ আরও বলেন, ‌আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে‌। কিন্তু গতকাল রাতে একজন স্বতন্ত্র প্রার্থী রাতে ১.১৩ মিনিটে প্রচারণা চালিয়েছে। যদিও তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু একটা ঘটনা ঘটিয়ে তার পর ক্ষমা চাইলে অন্যান্য সেই সুযোগ নিবে। প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগের গেস্টরুমের আদলে এখন ‌মুড়িপার্টি কালচার চলছে: আবিদ

আপডেট সময় ১১:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
সাংবাদিক সম্মেলনে ডাকসুতে ছাত্রদল মনোনিত প্রার্থীগণ

নিষিদ্ধ ছাত্রলীগের গেস্টরুমের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে হলে এখন মুড়িপার্টি কালচার চলছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম বলেন, আগে ছাত্রলীগ করতো গেস্টরুম-গণরুম কালচার। এখন হলে হলে মুড়িপার্টির কালচার চলছে। সেখানে গুপ্ত সংগঠনের প্যানেল সদস্যদের নাম মুখস্থ করানো হচ্ছে। আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

আবিদ বলেন, গুপ্ত সংগঠনগুলো জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। প্রচারণার সময় আমাদের ওপর গুপ্ত সংগঠন কর্তৃক মবেরও আশঙ্কা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে এসময় তিনি বলেন, যদি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না জানিয়ে তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার পেজ ও গ্রুপগুলোতে অপপ্রচার ও প্রোপাগান্ডা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষকে জানানোর পরও বিটিআরসি এখনো তা বন্ধ করতে পারেনি।

তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্রে মূল যে উদ্দেশ্যে ছিল সেখানে লেখা ছিল মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করা‌ই ডাকসুর অন্যতম প্রধান উদ্দেশ্য। ৫ আগস্ট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটা কারা জেনারালাইজেশন করার চেষ্টা করেছিল‌, কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকারদের ছবি  টাঙিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে, কারা ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে, কারা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজ্যাকার বলেছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে কারা আমাদের জাতীয় সংগীতকে অবমাননা করেছে। এছাড়াও আরো অনেক বিষয় আছে।

যারা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বারংবার মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে তাদেরকে নির্বাচন প্রক্তিয়ায় অংশগ্রহণ ও সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুতেই ক্ষমা করেছে। যদিও আপনারা বলেন পক্ষপাতিত্বের কথা আমাদের বিরুদ্ধে।

আবিদ আরও বলেন, ‌আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে‌। কিন্তু গতকাল রাতে একজন স্বতন্ত্র প্রার্থী রাতে ১.১৩ মিনিটে প্রচারণা চালিয়েছে। যদিও তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু একটা ঘটনা ঘটিয়ে তার পর ক্ষমা চাইলে অন্যান্য সেই সুযোগ নিবে। প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।