পুলিশের গুলিতে নিহত অলির দুই মেয়ের বিয়ে দিলেন তারেক রহমান

- আপডেট সময় ১০:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
গ্রামীণ পরিবেশে আয়োজিত সাদামাটা এই বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নবদম্পতির হাতে উপহার সামগ্রী ও বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন।
পরিবারের এ কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ব্যক্তিগতভাবে অলির দুই কন্যার বিয়ের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে বড় কন্যা নাঈমার বিয়ে তার আর্থিক সহায়তায় সম্পন্ন হয়। রোববার (৩১ আগস্ট) দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়েও তারেক রহমানের বিশেষ সহায়তায় সম্পন্ন হয়।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো একটি পারিবারিক সংগঠনও। অলিউল্লাহ মোল্লা অলির মৃত্যু রাজনৈতিকভাবে বেদনাদায়ক একটি অধ্যায় হলেও, তার সন্তানদের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।