ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১৪৪ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে অফিসিয়াল পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। তখন তারা ওই পেজে একটি পোস্ট দেয়।

পেজের নাম বদল না করলেও এর প্রোফাইল ও কভারের ছবি পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির নাম সম্বলিত ছবি দেয়া হয়েছে। হ্যাকাররা পেজে দেয়া বার্তায় বলেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগির তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’ এর নাম উল্লেখ করা হয়েছে।

হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিমূলক বার্তাও দিয়েছে। এরপর ধারাবাহিকভাবে আরো কয়েকটি পোস্ট দেয়া হয়েছে পেজটি থেকে।

ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।

এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে।

তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

আপডেট সময় ০৫:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে অফিসিয়াল পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। তখন তারা ওই পেজে একটি পোস্ট দেয়।

পেজের নাম বদল না করলেও এর প্রোফাইল ও কভারের ছবি পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির নাম সম্বলিত ছবি দেয়া হয়েছে। হ্যাকাররা পেজে দেয়া বার্তায় বলেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগির তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’ এর নাম উল্লেখ করা হয়েছে।

হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিমূলক বার্তাও দিয়েছে। এরপর ধারাবাহিকভাবে আরো কয়েকটি পোস্ট দেয়া হয়েছে পেজটি থেকে।

ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।

এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে।

তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়নি।