জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা মেধাবী শিক্ষার্থী আহত তানজিম মাহমুদ (২২) আর নেই। রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত দেড়টায় তিনি মারা যান।
মেধাবী শিক্ষার্থী তানজিম মাহমুদ (২২) ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের আনসার বাহিনীর সদস্য আসলাম গাজীর ছেলে। তানজিম একজন মেধাবী ছাত্র। এসএসসি ও এইসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। বিএল কলেজে অনার্স ২য় বর্ষের ছাত্র ছিল। জুলাই গণঅভ্যুত্থানে খুলনার বিভিন্ন কর্মসূচিতে সে সক্রিয় ও সম্মুখযোদ্ধা হিসেবে ব্যাপক ভূমিকা রেখেছিল।
গত ১৪ আগস্ট তানজিম তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চেচুঁড়ি এলাকায় বেড়াতে যান। আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যার দিকে বরুনা পশ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে একটি শেয়ালের সাথে দুর্ঘটনায় পতিত হয়ে পাশে একটি গাছের সাথে ধাক্কা খান। ঘটনাস্থলেই শিয়ালটি মারা যায়।
তাৎক্ষণিকভাবে আহত দুজনকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তানজিমের অবস্থার অবনতি হলে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩ সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (৬ অক্টোবর) রাত দেড়টায় তানজিম মারা যান। সোমবার বিকেলে নামাজে জানাজা শেষে তানজিমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।