রাকসু নির্বাচন
জামায়াত-শিবির অস্ত্র বিলি করছে, অভিযোগ ছাত্রদল নেতা আমানের: পুলিশ বলছে ‘গুজব’

- আপডেট সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিলি করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তবে পরস্পর বিরোধী ও প্রদান করেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবীর ও এজিএস প্রার্থী এষা। তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে মত প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাকসু নির্বাচনের পরিবেশ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, শিবিরের সাবেক বিশ্ববিদ্যালয়ের নেতারা এবং কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিবির ক্যাডারদের এনে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন। তারা কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে লিফলেট বিতরণ করছেন। তারা সাংবাদিকদের প্রবেশেও বাঁধা দিচ্ছে।
আমানউল্লাহ আমান বলেন, ‘আমরা একটা ছাত্রসংগঠনের সাধারণ সম্পাদক বা দায়িত্বরত ব্যক্তি হিসেবে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যেন ছাত্রসংগঠনের শীর্ষ নেতাদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। কিন্তু আজ ক্যাম্পাসে এসে দেড় ঘণ্টার মতো অপেক্ষা করার পর আমরা ক্যাম্পাসে ঢুকতে পারি।’
আমানউল্লাহ বলেন, ‘এখানে এসে নিজেকে বিদেশি মনে হচ্ছে। কিন্তু অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আমরা আগেও এই ক্যাম্পাসের ছাত্র ছিলাম এবং বিভিন্ন কাজ করেছি। আমরা তো চিনি কারা ছাত্র আর কারা অছাত্র। বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিয়ে এবং অন্য অপচেষ্টার মাধ্যমে বহিরাগতদের প্রবেশ করানো হয়েছে, সেটা প্রশাসনের চোখে পড়ে না। প্রশাসন এখানে পক্ষপাতদুষ্ট আচরণ করতেছে তা স্পষ্ট।’
এজিএস প্রার্থী এষা বলেন, গতকাল থেকেই একটা উৎসব উৎসব ভাব বিরাজ করছে। আমরা সকলে মিলেই নির্বাচনের এই পরিবেশটা এনজয় করছি। অন্য সব ক্যাম্পাসের নির্বাচনের চেয়েও রাক্সও নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে।
ভিপি প্রার্থী আবির বলেন, আজ সারাদিন ভোটগ্রহণে কোন অসংগতি নেই। অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু করছে এরকম অস্পষ্ট দূর থেকে ধারন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে “একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে”। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে, বিভিন্ন দলের সমর্থক স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘুরা ফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা দিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।