ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ছাত্রশিবিরের অফিস ভাংচুর

নোয়াখালীর কবিরহাট ‘জামাতে নামাজ প্রতিযোগিতা’র অনুষ্ঠানে বিএনপি-ছাত্রদলের হামলা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় ‘জামাতে নামাজ পড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদল সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা দক্ষিণ শাখার অফিসে এ ঘটনা ঘটে।

এসময় ছাত্রশিবিরের অফিস ভাংচু র ও নেতাকর্মীদের উপর হামলা চালালে জেলা অফিস সম্পাদক সাহাব উদ্দিন, দক্ষিন সভাপতি মনিরুল ইসলাম সহ অনেকে আহত হন।

এ হামলার তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা দক্ষিণ শাখা। ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি সাইফুর রসূল ফুহাদ ও শাখা সেক্রেটারি আরাফাত হোসাইন সিফাত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও বিচার দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আজ সকাল ১০টার দিকে নোয়াখালী কবিরহাট উপজেলা, সুন্দলপুর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ারহাট বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের মসজিদে জামাতে ১০ দিনব্যাপী নামাজ আদায় প্রতিযোগিতার পূর্বঘোষিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় একটি অফিসে আয়োজন চলাকালে হঠাৎ বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা মব সৃষ্টি করে অফিসে ব্যাপক ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে জেলা অফিস সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা দক্ষিণ সভাপতি মনিরুল ইসলাম ও ওয়ার্ড সভাপতি এনায়েত হোসেন সাগরসহ অনেকে আহত হন।

নেতৃবৃন্দ বলেন, “বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবিরের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ছাত্রশিবিরের জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি-ছাত্রদলও ফ্যাসিবাদী কায়দায় আমাদের অধিকার কেড়ে নিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রশিবিরের ধৈর্য, সহনশীলতা ও শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। অবিলম্বে আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ও সক্ষম। জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ রুখে দিবে ছাত্রসমাজ।

আমরা তাদের এই ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে  গ্রেফতার করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রশিবিরের অফিস ভাংচুর

নোয়াখালীর কবিরহাট ‘জামাতে নামাজ প্রতিযোগিতা’র অনুষ্ঠানে বিএনপি-ছাত্রদলের হামলা

আপডেট সময় ০৬:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় ‘জামাতে নামাজ পড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদল সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা দক্ষিণ শাখার অফিসে এ ঘটনা ঘটে।

এসময় ছাত্রশিবিরের অফিস ভাংচু র ও নেতাকর্মীদের উপর হামলা চালালে জেলা অফিস সম্পাদক সাহাব উদ্দিন, দক্ষিন সভাপতি মনিরুল ইসলাম সহ অনেকে আহত হন।

এ হামলার তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা দক্ষিণ শাখা। ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি সাইফুর রসূল ফুহাদ ও শাখা সেক্রেটারি আরাফাত হোসাইন সিফাত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও বিচার দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আজ সকাল ১০টার দিকে নোয়াখালী কবিরহাট উপজেলা, সুন্দলপুর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ারহাট বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের মসজিদে জামাতে ১০ দিনব্যাপী নামাজ আদায় প্রতিযোগিতার পূর্বঘোষিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় একটি অফিসে আয়োজন চলাকালে হঠাৎ বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা মব সৃষ্টি করে অফিসে ব্যাপক ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে জেলা অফিস সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা দক্ষিণ সভাপতি মনিরুল ইসলাম ও ওয়ার্ড সভাপতি এনায়েত হোসেন সাগরসহ অনেকে আহত হন।

নেতৃবৃন্দ বলেন, “বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবিরের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ছাত্রশিবিরের জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি-ছাত্রদলও ফ্যাসিবাদী কায়দায় আমাদের অধিকার কেড়ে নিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রশিবিরের ধৈর্য, সহনশীলতা ও শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। অবিলম্বে আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ও সক্ষম। জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ রুখে দিবে ছাত্রসমাজ।

আমরা তাদের এই ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে  গ্রেফতার করা হয়নি।