ছাত্রদলে এসে প্রমোশন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
- আপডেট সময় ০৫:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তিনি হলেন ইমন রানা ভূঁইয়া, এরআগে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।
গত ২২ অক্টোবর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয় । কমিটি অনুমোদনের প্রায় একমাস পর গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির প্যাড ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমন রানা ভূঁইয়ার । তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা ফেসবুকে লেখেন এই কমিটির বিষয়ে তারা অবগত নয় । তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন । কিন্তু এই ইমন ভূঁইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন । এছাড়াও এই কমিটির সহ-সভাপতি করা হয়েছে জুবায়ের ভূঁইয়াকে । তিনি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য।
আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ।
ব্রাহ্মণপাড়া উপজেলা আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সৌরভ ভূঁইয়াকে । কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৌরভ তার ফেসবুক একাউন্টে একটি বার্তা পোস্ট করেন ।
তিনি বলেন, আমি কোন রাজনীতির মধ্যে জড়িত না । আমার জীবনেও কোন দলের কাজ করিনি । আমার বংশেও রাজনীতি করে না । কে বা কারা আমার নাম ছাত্রদলের কমিটিতে দিয়েছে তা আমি জানি না । আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি । আমি এই কমিটি থেকে অব্যাহতি চাই ।
এ বিষয়ে জানতে চাইলে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমন রানা ভূঁইয়া আমার দেশকে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না । আমার নাম এর আগেও ছাত্রলীগের কমিটিতে দিয়েছিল এটাও আমি গতকাল দেখেছি । আমি কোন রাজনীতির সাথে জড়িত না ।
ব্রাহ্মণপাড়া উপজেলা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বে থাকা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলেমান মুন্সী আমার দেশকে বলেন, আমরা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের জন্য ফর্ম সংগ্রহ করেছি । এগুলো আমরা কেন্দ্রে পাঠিয়েছি । আমি যেই নাম কেন্দ্রে পাঠিয়েছি এই নামের মধ্যে ছাত্রলীগ নেতা ইমন রানার নাম ছিল না । হয়তোবা কেউ করে এই নামগুলো কেন্দ্রে পাঠিয়েছে । এই বিষয়ে আমি অবগত না।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান আমার দেশকে বলেন, আমরা ফরম সংগ্রহ করে কেন্দ্রে পাঠিয়েছি । ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে আমি ছিলাম না।

