ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াখাকা রাজ্যে একটি ইন্টারওশানিক ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। মেক্সিকান নৌবাহিনীর তথ্যানুসারে, নিসান্দা শহরের কাছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে মোট ২৫০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৯ জন কর্মী ও ২৪১ জন যাত্রী। আরোহীদের মধ্যে ১৯৩ জনকে ‘ঝুঁকির বাইরে’ বলা হয়েছে। অপরদিকে ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৬ জন চিকিৎসা সহায়তা পাচ্ছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাওম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক। তিনি আরও বলেন, নিহতদের স্বজনদের সহায়তায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এরনেস্তিনা গোদয় রামোস। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদরের আমলে উদ্বোধন হওয়া এই ইন্টারওশানিক ট্রেন বৃহত্তর ইন্টারওশানিক করিডর প্রকল্পের একটি অংশ। উদ্যোগটির লক্ষ্য হলো তেহুয়ান্তেপেক ইস্থমাস জুড়ে রেলপথ আধুনিকায়ন করা, যা প্রশান্ত মহাসাগর উপকূলের সালিনা ক্রুজ বন্দরকে গাল্ফ কোস্টের কোয়াতজাকোয়ালকসের সঙ্গে যুক্ত করে।

সংবাদ ২৪৭/ এ জে

নিউজটি শেয়ার করুন

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত

আপডেট সময় ০২:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াখাকা রাজ্যে একটি ইন্টারওশানিক ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। মেক্সিকান নৌবাহিনীর তথ্যানুসারে, নিসান্দা শহরের কাছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে মোট ২৫০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৯ জন কর্মী ও ২৪১ জন যাত্রী। আরোহীদের মধ্যে ১৯৩ জনকে ‘ঝুঁকির বাইরে’ বলা হয়েছে। অপরদিকে ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৬ জন চিকিৎসা সহায়তা পাচ্ছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাওম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক। তিনি আরও বলেন, নিহতদের স্বজনদের সহায়তায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এরনেস্তিনা গোদয় রামোস। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদরের আমলে উদ্বোধন হওয়া এই ইন্টারওশানিক ট্রেন বৃহত্তর ইন্টারওশানিক করিডর প্রকল্পের একটি অংশ। উদ্যোগটির লক্ষ্য হলো তেহুয়ান্তেপেক ইস্থমাস জুড়ে রেলপথ আধুনিকায়ন করা, যা প্রশান্ত মহাসাগর উপকূলের সালিনা ক্রুজ বন্দরকে গাল্ফ কোস্টের কোয়াতজাকোয়ালকসের সঙ্গে যুক্ত করে।

সংবাদ ২৪৭/ এ জে