ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসুতে সোচ্চারের জরিপে এগিয়ে শিবির; দিশেহারা হয়ে ভূঁইফোড় জরিপ প্রকাশ ছাত্রদলের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের আমেজের মধ্যে শিক্ষার্থীদের পছন্দ ও প্রত্যাশা নিয়ে এক বিশেষ জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে সোচ্চার।
জরিপের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ মো: রিয়াজুল ইসলামের ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেতে পারেন ৪০ দশমিক ৪৮ শতাংশ ভোট। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকবেন। এ পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা পেতে পারেন ২৯ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৪০ দশমিক ৫৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেতে পারেন ২৯ শতাংশ ৩৪ শতাংশ ভোট।
এদিকে এই জরিপের পর দিশেহারা হয়ে ডাকসুর মতো করেই একটি ভূঁইফোড় জরিপ প্রকাশ করেছে ছাত্রদল। রবিবার (২৮ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণা ও জরিপ ফোরাম নামে একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। যেখানে ছাত্রদল মনোনীত সকল প্রার্থীকেই এগিয়ে রাখা হয়েছে। এছাড়া আরো কিছু সংগঠনের নামে বিভিন্ন ভূঁইফোড় পেইজে আরো কিছু জরিপ প্রচার করা হচ্ছে। যেগুলিতে ছাত্রদলের প্রার্থীদের এগিয়ে রাখা হয়েছে। তবে জরিপের পন্থা ও পদ্ধতি নিয়ে সুস্পষ্ট কোন তথ্য দেয়া হচ্ছে না এসব ভূ্ইঁফোড় পেইজে। ছাত্রদলের হার ঠেকাতেই দিশেহারা হয়ে দলটি ডাকসুর মতো আবারো একই ভুল করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা।

সংবাদ২৪৭

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জকসুতে সোচ্চারের জরিপে এগিয়ে শিবির; দিশেহারা হয়ে ভূঁইফোড় জরিপ প্রকাশ ছাত্রদলের

আপডেট সময় ০৮:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের আমেজের মধ্যে শিক্ষার্থীদের পছন্দ ও প্রত্যাশা নিয়ে এক বিশেষ জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে সোচ্চার।
জরিপের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ মো: রিয়াজুল ইসলামের ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেতে পারেন ৪০ দশমিক ৪৮ শতাংশ ভোট। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকবেন। এ পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা পেতে পারেন ২৯ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৪০ দশমিক ৫৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেতে পারেন ২৯ শতাংশ ৩৪ শতাংশ ভোট।
এদিকে এই জরিপের পর দিশেহারা হয়ে ডাকসুর মতো করেই একটি ভূঁইফোড় জরিপ প্রকাশ করেছে ছাত্রদল। রবিবার (২৮ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণা ও জরিপ ফোরাম নামে একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। যেখানে ছাত্রদল মনোনীত সকল প্রার্থীকেই এগিয়ে রাখা হয়েছে। এছাড়া আরো কিছু সংগঠনের নামে বিভিন্ন ভূঁইফোড় পেইজে আরো কিছু জরিপ প্রচার করা হচ্ছে। যেগুলিতে ছাত্রদলের প্রার্থীদের এগিয়ে রাখা হয়েছে। তবে জরিপের পন্থা ও পদ্ধতি নিয়ে সুস্পষ্ট কোন তথ্য দেয়া হচ্ছে না এসব ভূ্ইঁফোড় পেইজে। ছাত্রদলের হার ঠেকাতেই দিশেহারা হয়ে দলটি ডাকসুর মতো আবারো একই ভুল করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা।

সংবাদ২৪৭