ইবি প্রশাসনের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির তিন নিয়োগ বোর্ড স্থগিত
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মনজুরুল হকের সাক্ষরিত পৃথক পৃথক জরুরী বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ৬:০০ টার সময় ইন্তেকাল করেছেন । তাঁর এ মৃত্যুতে জাতি শোকে মূহ্যমান। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত।
এ কারণে আজকের (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড, ৩১ ডিসেম্বর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং ফোকলোর ও ০১ জানুয়ারীর সোস্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষনা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ফার্মেসি বিভাগের আগামী ১৩ জানুয়ারি, ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের ১১ জানুয়ারি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জানুয়ারী স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হবে।
ট্যাগস :

















