থার্টি ফার্স্ট নাইটে অপসংস্কৃতি পরিহারের আহ্বান ছাত্রশিবিরের
- আপডেট সময় ০৯:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
বছরের শেষ রাতে থার্টি ফার্স্ট নাইটের নামে আতশবাজিসহ সকল অপসংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৩১ ডিসেম্বর) সংগঠনটির অফিসিয়াল পেইজে এ আহ্বান জানানো হয়। একইসাথে সৃষ্টিকর্তার নামে ভালো কাজের মাধ্যমে নতুন বছর শুরুর জন্য বিভিন্ন পোস্টারের মাধ্যমে আহ্বানও জানায় সংগঠনটি।
এ উপলক্ষে প্রচারিত পোস্টারগুলোতে ব্যবহৃত শ্লোগনগুলো হলো, ‘নতুন বছর শুরু হোক মহান প্রভুর নামে, দিনগুলো যেন সুখ ও সমৃদ্ধি বয়ে আনে’ ‘গুনাহ দিয়ে নয় বরং ভালো কাজে বছর হোক শুরু’ ‘আর নং অপসংস্কৃতি, বিকাশ হোক ইসলামী সংস্কৃতি’ ‘অশ্লীলতায় বছর শুরু মুসলমানের নয়, প্রভুর নামেই সকল কাজের শুরু হয়’ ও ‘থার্টি ফার্স্ট নাইটকে না বলুন’|
সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, “গত বছরও আতশবাজির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে। এই সংস্কৃতি আমাদের হতে পারে না। এই বুনো আনন্দ আমরা পরিহার করে বরং দেশ, জাতি ও নিজের জন্য একটা সুন্দর পরিকল্পনা সাজাই।”
সংবাদ ২৪৭/এজে









