নতুন বছরে দেশ সুবিচারের পথে আরও এগিয়ে যাবে: গোলাম পরওয়ার
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১১:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
ঈসায়ী নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বছরের শেষদিন বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক- এটাই আমাদের কামনা।’
তিনি আরও বলেন, ‘একটি বছর আমাদের জীবনের নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে। ঈসায়ী নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।’
নতুন বছরে দেশ সুবিচারের পথে আরও এগিয়ে যাবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আশা করি, নতুন বছরে আমাদের প্রিয় জন্মভূমি রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। সেইসঙ্গে দেশের সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।’
নতুন বছরে সবার জীবনে কল্যাণ, সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ বয়ে আনুক, আল্লাহর কাছে সেই দোয়া চেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। সংবাদ ২৪৭/ এজে









