ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আখতারের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আপত্তি জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করে তোলার সহযোগিতার কারণে দলটিকে (জাতীয় পার্টি) আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

গতকাল সন্ধ্যায় রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের সময় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ করায় আপত্তি জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন তিনি।

আখতার বলেন, বাংলাদেশে গেল ১৬ বছর যে ফ্যাসিবাদ বসেছিল, যে স্বৈরাচার চেপে বসেছিল, সে স্বৈরাচার একদিনে তৈরি হয়নি, একা একাও তৈরি হয়নি। সে স্বৈরাচারকে তৈরি করা হয়েছে। সে স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সবধরনের ব্যবস্থা করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি। যারা স্বৈরাচারের দোসর, যারা ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে তারা কোনোভাবেই সামনের নির্বাচনে অংশ নিতে পারবে না।

আইনের মারপ্যাঁচে জাতীয় পার্টির মনোনয়ন বৈধ করার অভিযোগ তুলে আখতার বলেন, আমাদের আপত্তি সত্ত্বেও তার মনোনয়নপত্রকে আইনি যাচাই-বাছাইয়ের কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা তার পরেও এক্ষেত্রে আপত্তি জানিয়ে রেখেছি। বাংলাদেশের হয়তো আইনের প্যাঁচ দিয়ে নানাভাবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত হতে পারে; কিন্তু যারা আমরা জুলাইয়ে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, যারা জুলাইতে রক্ত দেয়ার জন্য রাজপথে এসেছিলাম, আমরা কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন দেখতে চাই না।

২৬-এর নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে আখতার বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সব জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে ২৬-এর নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য জোরালো দাবি উপস্থাপন করছি।

জাতীয় পার্টির মনোনয়ন বৈধতার ব্যাপারে প্রয়োজনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে আখতার বলেন, আজকের বাছাই পর্বে লিখিতভাবে আপত্তির সুযোগের কথা তারা আমাদের পূর্বে জানাননি। সে কারণে আমরা মৌখিকভাবে আমাদের আপত্তি জানিয়েছি। যদি আইনগতভাবে লিখিত আপত্তি এবং আইনগতভাবে মোকাবেলা করার কোনো সুযোগ থাকে তাহলে ফরমালি আমাদের পক্ষ থেকে জাতীয় পার্টির মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপত্তি উপস্থাপন করব।

জামায়াতের সাথে এখনো আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি দাবি করে আখতার বলেন, সংস্কার বাস্তবায়ন, বিচারকে দৃশ্যমান করে তোলা দুর্নীতিমুক্ত আধিপত্যবাদমুক্ত এক বাংলাদেশ গড়ার স্বার্থে এনসিপি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটদলীয় জোটের সাথে নির্বাচন করার জন্য আমরা একত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা একত্রে নির্বাচনি কার্যক্রম পার দিতে চাই। এনসিপি এবং জামায়াতের মধ্যে আসন বিন্যাস নিয়ে এখনো আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আখতারের

আপডেট সময় ০৩:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আপত্তি জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করে তোলার সহযোগিতার কারণে দলটিকে (জাতীয় পার্টি) আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

গতকাল সন্ধ্যায় রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের সময় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ করায় আপত্তি জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন তিনি।

আখতার বলেন, বাংলাদেশে গেল ১৬ বছর যে ফ্যাসিবাদ বসেছিল, যে স্বৈরাচার চেপে বসেছিল, সে স্বৈরাচার একদিনে তৈরি হয়নি, একা একাও তৈরি হয়নি। সে স্বৈরাচারকে তৈরি করা হয়েছে। সে স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সবধরনের ব্যবস্থা করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি। যারা স্বৈরাচারের দোসর, যারা ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে তারা কোনোভাবেই সামনের নির্বাচনে অংশ নিতে পারবে না।

আইনের মারপ্যাঁচে জাতীয় পার্টির মনোনয়ন বৈধ করার অভিযোগ তুলে আখতার বলেন, আমাদের আপত্তি সত্ত্বেও তার মনোনয়নপত্রকে আইনি যাচাই-বাছাইয়ের কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা তার পরেও এক্ষেত্রে আপত্তি জানিয়ে রেখেছি। বাংলাদেশের হয়তো আইনের প্যাঁচ দিয়ে নানাভাবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত হতে পারে; কিন্তু যারা আমরা জুলাইয়ে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, যারা জুলাইতে রক্ত দেয়ার জন্য রাজপথে এসেছিলাম, আমরা কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন দেখতে চাই না।

২৬-এর নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে আখতার বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সব জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে ২৬-এর নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য জোরালো দাবি উপস্থাপন করছি।

জাতীয় পার্টির মনোনয়ন বৈধতার ব্যাপারে প্রয়োজনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে আখতার বলেন, আজকের বাছাই পর্বে লিখিতভাবে আপত্তির সুযোগের কথা তারা আমাদের পূর্বে জানাননি। সে কারণে আমরা মৌখিকভাবে আমাদের আপত্তি জানিয়েছি। যদি আইনগতভাবে লিখিত আপত্তি এবং আইনগতভাবে মোকাবেলা করার কোনো সুযোগ থাকে তাহলে ফরমালি আমাদের পক্ষ থেকে জাতীয় পার্টির মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপত্তি উপস্থাপন করব।

জামায়াতের সাথে এখনো আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি দাবি করে আখতার বলেন, সংস্কার বাস্তবায়ন, বিচারকে দৃশ্যমান করে তোলা দুর্নীতিমুক্ত আধিপত্যবাদমুক্ত এক বাংলাদেশ গড়ার স্বার্থে এনসিপি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটদলীয় জোটের সাথে নির্বাচন করার জন্য আমরা একত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা একত্রে নির্বাচনি কার্যক্রম পার দিতে চাই। এনসিপি এবং জামায়াতের মধ্যে আসন বিন্যাস নিয়ে এখনো আলোচনা চলছে।