ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কলেজের নবীনবরণে ধানের শীষের ব্যানার, প্রতিবাদ করায় শিবির নেতাকে নির্যাতন ছাত্রদলের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ফেস্টুন স্থাপনের ঘটনা ঘটেছে। এদিকে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে নির্বাচনী প্রচারণার বিষয়ে প্রশ্ন তোলায় শিবির নেতাকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হৃদয় হাসান।

তিনি বলেন, নবীন বরণ অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের ফেস্টুন, ছবি, কিউ আর কোড সংবলিত প্রচার পত্র এবং ফটো কার্ড তৈরীর বুথ স্থাপন করা হয়। এ বিষয়ে আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই, কলেজ প্রশাসনের টাকায় কিংবা কলেজে প্রশাসনের উদ্যোগে কোন রাজনৈতিক দলের একজন প্রার্থীর পক্ষে এমন প্রচারণা চালানো কিংবা বুধ স্থাপন করা যায় কিনা? এই প্রশ্নের কারণে ছাত্রদলের নেতা-কর্মীরা আমাকে ধরে নিয়ে একটি রুমে তিন ঘণ্টা অবরুদ্ধ রেখে মানিসক নির্যাতন চালায়। কলেজ কর্তৃপক্ষ আমকে মুক্ত করার ক্ষেত্রে কোন ভূমিকা পালন করেনি। ইসলামী ছাত্রশিবিরের জেলার নেতৃবৃন্দ এই সংবাদ জানার পর তারা সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পরবর্তীতে পুলিশ গিয়ে আমাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শিবিরের সভাপতি ও সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, সোনারগাও সরকারী কলেজ কর্তৃপক্ষের কোনো একটি রাজনৈতিক দলের সমর্থনে পক্ষপাতদুষ্ট আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তারা বলেন, একটি সরকারি কলেজের কর্তৃপক্ষ সরকারি অর্থে এভাবে কোনো একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো কিংবা একজন ছাত্রকে এভাবে অবরুদ্ধ করার পরে তাকে অবরূদ্ধ ব্যবস্থা থেকে মুক্ত না করে একটি রাজনৈতিক দলের পক্ষাবকম্বন করতে পারে কিনা? এ ধরনের একপাক্ষিক আচরণ নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লক্ষ্মণ।

তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে কলেজের নবীনবরণে ধানের শীষের ব্যানার, প্রতিবাদ করায় শিবির নেতাকে নির্যাতন ছাত্রদলের

আপডেট সময় ০২:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ফেস্টুন স্থাপনের ঘটনা ঘটেছে। এদিকে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে নির্বাচনী প্রচারণার বিষয়ে প্রশ্ন তোলায় শিবির নেতাকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হৃদয় হাসান।

তিনি বলেন, নবীন বরণ অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের ফেস্টুন, ছবি, কিউ আর কোড সংবলিত প্রচার পত্র এবং ফটো কার্ড তৈরীর বুথ স্থাপন করা হয়। এ বিষয়ে আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই, কলেজ প্রশাসনের টাকায় কিংবা কলেজে প্রশাসনের উদ্যোগে কোন রাজনৈতিক দলের একজন প্রার্থীর পক্ষে এমন প্রচারণা চালানো কিংবা বুধ স্থাপন করা যায় কিনা? এই প্রশ্নের কারণে ছাত্রদলের নেতা-কর্মীরা আমাকে ধরে নিয়ে একটি রুমে তিন ঘণ্টা অবরুদ্ধ রেখে মানিসক নির্যাতন চালায়। কলেজ কর্তৃপক্ষ আমকে মুক্ত করার ক্ষেত্রে কোন ভূমিকা পালন করেনি। ইসলামী ছাত্রশিবিরের জেলার নেতৃবৃন্দ এই সংবাদ জানার পর তারা সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পরবর্তীতে পুলিশ গিয়ে আমাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শিবিরের সভাপতি ও সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, সোনারগাও সরকারী কলেজ কর্তৃপক্ষের কোনো একটি রাজনৈতিক দলের সমর্থনে পক্ষপাতদুষ্ট আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তারা বলেন, একটি সরকারি কলেজের কর্তৃপক্ষ সরকারি অর্থে এভাবে কোনো একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো কিংবা একজন ছাত্রকে এভাবে অবরুদ্ধ করার পরে তাকে অবরূদ্ধ ব্যবস্থা থেকে মুক্ত না করে একটি রাজনৈতিক দলের পক্ষাবকম্বন করতে পারে কিনা? এ ধরনের একপাক্ষিক আচরণ নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লক্ষ্মণ।

তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান