কুমিল্লায় শিক্ষায় এগিয়ে জামায়াতের প্রার্থীরা, সম্পদে বিএনপি
- আপডেট সময় ০৪:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১ আসনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন ১০৭ প্রার্থী। এর মধ্যে তথ্য যাচাই-বাছাইয়ে টিকে গেছেন ৭৬ জন আর ৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান। মূলত আসন্ন ভোটযুদ্ধে লড়াই হবে বিএনপি ও জামায়াতের নমিনিদের মধ্যে। তাদের মধ্যে বিএনপির ধানের শীষের কান্ডারিরা সম্পদে এবং জামায়াত দাঁড়িপাল্লার প্রার্থীরা শিক্ষায় এগিয়ে আছেন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদ ২০ কোটি ১৫ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা হিসেবে পিএইচডি ডিগ্রি দেখিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মনিরুজ্জামান বাহালুলের সম্পদের পরিমাণ ৪২ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা এমএসএস।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির প্রার্থী দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সম্পদের পরিমাণ সাত কোটি ৯০ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দীনের সম্পদের পরিমাণ এক কোটি ২৮ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাস।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের এক কোটি ৬৬ লাখ টাকার সম্পদের রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেলের সম্পদ ছয় কোটি ৩৫ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা বিকম পাস । তিনি বিএনপি প্রার্থীর চেয়ে সম্পদেও এগিয়ে আছেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির মোট সম্পদ তিন কোটি ৯০ লাখ টাকার।
তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার। এ আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাস ।
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী দক্ষিণ জেলা শাখার সাবেক সদস্য সচিব জসিম উদ্দিনের মোট সম্পদ সাত কোটি ৮১ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। অপরদিকে জামায়াতের প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোবারক হোসেনের সম্পদ আছে প্রায় ৯৫ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি।
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সম্পদ চার কোটি ৪৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএসসি। অপরদিকে জামায়াতের প্রার্থী দলটির মহানগর শাখার আমির কাজী দ্বীন মোহাম্মদের সম্পদ ৮৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএ ।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী এলডিপি থেকে পদত্যাগ করা রেদোয়ান আহমেদ সম্পদ দেখিয়েছেন ৫৫ কোটি টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এলএমএম। অপরদিকে জামায়াতের প্রার্থী মাওলানা মোশারফ হোসেনের সম্পদ ৪২ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা কামিল পাস।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট। অপরদিকে জামায়াতের প্রার্থী শফিকুল আলম হেলালের সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাস ।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী দলটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সম্পদ ৮১ কোটি ৭৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। অপরদিকে জামায়াতের প্রার্থী দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি সরোয়ার সিদ্দিকীর সম্পদ দুই কোটি ৯৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএ ও পিএইচডি।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার সম্পদ ৯ কোটি ২৯ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। অপরদিকে জামায়াতের প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাতের সম্পদের পরিমাণ এক কোটি ৪০ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমফিল ।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী দলটির জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদার সম্পদের পরিমাণ ১০ কোটি আট লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমএসএস। অপরদিকে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সম্পদের পরিমাণ এক কোটি ৮৫ লাখ টাকা । তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস।
সংবাদ ২৪৭/ এজে


















