ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদী হত্যার বিচারের দাবিতে আজ মার্চ ফর ইনসাফ: রোডম্যাপ দিলো ইনকিলাব মঞ্চ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৩৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

শহীদ ওসমান হাদীর হত্যার বিচারসহ চার দফা দাবিতে আবারো কর্মসূচী ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেইজে মার্চ ফর ইনসাফ ঘোষণা করা হয়।

সকাল দশটা থেকে শাহবাগে চার দফা দাবিতে এ কর্মসূচী শুরু হবে বলে জানানো হয় সে পোস্টে। দাবিগুলো হলো– হাদি হত্যায় জড়িত সবার দ্রুত বিচার, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়া এবং সিভিল-মিলিটারির আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করা।

এছাড়া মার্চ ফর ইনসাফের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোডম্যাপ অনুযায়ী রোডম্যাপটি হলো:

শাহবাগ – শহীদ হাদি চত্বর (সকাল ১০ টা) → সাইন্সল্যাব সিটি কলেজ (সকাল ১১ টা) → মোহাম্মদপুর – তিন রাস্তার মোড় (সকাল ১১:৩০টা) → রায়েরবাজার বধ্যভূমি (দুপুর ১২ টা) → মিরপুর ১০ গোল চত্বর (দুপুর ১ টা) → উত্তরা – বিএনএস সেন্টার (দুপুর ২:৩০ টা) → বসুন্ধরা – যমুনা ফিউচার পার্ক (দুপুর ৩:৩০ টা)- বাড্ডা – ব্রাক বিশ্ববিদ্যালয় (বিকাল ৪ টা) – রামপুরা – টিভি সেন্টার (বিকাল ৪:৩০ টা) যাত্রাবাড়ী – যাত্রাবাড়ী পার্ক (সন্ধ্যা ৬ টা)- শাহবাগ শহীদ হাদি চত্বর (সন্ধ্যা ৭:৩০ টা)।

সংবাদ ২৪৭/ এজে

নিউজটি শেয়ার করুন

হাদী হত্যার বিচারের দাবিতে আজ মার্চ ফর ইনসাফ: রোডম্যাপ দিলো ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ১২:৩৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

শহীদ ওসমান হাদীর হত্যার বিচারসহ চার দফা দাবিতে আবারো কর্মসূচী ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেইজে মার্চ ফর ইনসাফ ঘোষণা করা হয়।

সকাল দশটা থেকে শাহবাগে চার দফা দাবিতে এ কর্মসূচী শুরু হবে বলে জানানো হয় সে পোস্টে। দাবিগুলো হলো– হাদি হত্যায় জড়িত সবার দ্রুত বিচার, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়া এবং সিভিল-মিলিটারির আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করা।

এছাড়া মার্চ ফর ইনসাফের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোডম্যাপ অনুযায়ী রোডম্যাপটি হলো:

শাহবাগ – শহীদ হাদি চত্বর (সকাল ১০ টা) → সাইন্সল্যাব সিটি কলেজ (সকাল ১১ টা) → মোহাম্মদপুর – তিন রাস্তার মোড় (সকাল ১১:৩০টা) → রায়েরবাজার বধ্যভূমি (দুপুর ১২ টা) → মিরপুর ১০ গোল চত্বর (দুপুর ১ টা) → উত্তরা – বিএনএস সেন্টার (দুপুর ২:৩০ টা) → বসুন্ধরা – যমুনা ফিউচার পার্ক (দুপুর ৩:৩০ টা)- বাড্ডা – ব্রাক বিশ্ববিদ্যালয় (বিকাল ৪ টা) – রামপুরা – টিভি সেন্টার (বিকাল ৪:৩০ টা) যাত্রাবাড়ী – যাত্রাবাড়ী পার্ক (সন্ধ্যা ৬ টা)- শাহবাগ শহীদ হাদি চত্বর (সন্ধ্যা ৭:৩০ টা)।

সংবাদ ২৪৭/ এজে