ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: শীঘ্রই হবে আদেশ জারি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৭৭ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন প্রান্তে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে জুলাইযোদ্ধা তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হবিগঞ্জের বানিয়াচং থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেয়ার ঘটনা সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে মাহদী হাসানকে জামিন দেন আদালত। এ দিকে জুলাইযোদ্ধাদের হয়রানির পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কলকাঠি নাড়ানোর অভিযোগ উঠছে। তাই জুুলাইযোদ্ধাদের এ ধরনের হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে চব্বিশের ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনাকাক্সিক্ষত সব ঘটনার দায়মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিই এই দায়মুক্তি সংক্রান্ত আদেশ জারি হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় ঢাকা শহরে চলা বিভিন্ন আন্দোলনের বিষয়ে আলোচনা হয়। মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন সংক্রান্ত আলোচনায় পুলিশের সহযোগিতা চান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ড. ফয়েজ তৈয়ব। পুলিশের পক্ষ থেকে হাদি হত্যার বিচার দাবিতে চলা ইনকিলাব মঞ্চের কর্মসূচিতেও রাস্তা বন্ধ করে রাখা হচ্ছে বলে জানানো হয়। এ সময় সরকারের একজন উপদেষ্টা বলেন, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে চলা আন্দোলন যৌক্তিক। আমরা অপরাধীদের ধরতে পারছি না বলেই তারা আন্দোলন করছে।

জুলাইযোদ্ধাদের হয়রানির বিষয়ে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে একজন উপদেষ্টা বলেন, আমরা এখানে যারা মিটিং করছি, আমাদের মনে রাখা উচিত জুলাইযোদ্ধারা মাঠে নেমেছিল বলেই আমরা এখানে বসে মিটিং করতে পারছি। এটি মাথায় রেখে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

সভা থেকেই একজন উপদেষ্টা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ফোন করে ষড়যন্ত্রের শিকার জুলাইযোদ্ধাদের বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পরই আইন উপদেষ্টা জুলাইযোদ্ধাদের বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন।

সভায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার দাবির বিষয়টি আলোচনায় আসে। এ সময় একাধিক উপদেষ্টা এটি দ্রুততম সময়ের মধ্যে করার পক্ষে মত দেন।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন- এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো সময় যেকোনো স্থানে প্রবেশ করতে পারবেন।’

রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠপর্যায়ে আরো সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরো জোরদার করাসহ অধিক সক্রিয় ও তৎপর থাকা এবং সব বাহিনীর গোয়েন্দা তথ্য-উপাত্ত সমন্বয় করার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে গত রোববার জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগ মোড়ে প্রথমে অবরোধ ও পরে অবস্থান কর্মসূচি পালন শেষে এমন দাবি করেন সংগঠনটির সভাপতি রিফাত রশীদ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এর আগে অবৈধ প্রলোভন ও কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় ষড়যন্ত্রমূলক মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় কর্মীকে আটক করে পরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ছাড়া গত ২৬ আগস্ট ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি মামলায় মো: হাসান নামে এক আন্দোলনকারীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। এ নিয়ে জুলাইযোদ্ধাসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: শীঘ্রই হবে আদেশ জারি

আপডেট সময় ০১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

দেশের বিভিন্ন প্রান্তে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে জুলাইযোদ্ধা তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হবিগঞ্জের বানিয়াচং থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেয়ার ঘটনা সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে মাহদী হাসানকে জামিন দেন আদালত। এ দিকে জুলাইযোদ্ধাদের হয়রানির পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কলকাঠি নাড়ানোর অভিযোগ উঠছে। তাই জুুলাইযোদ্ধাদের এ ধরনের হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে চব্বিশের ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনাকাক্সিক্ষত সব ঘটনার দায়মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিই এই দায়মুক্তি সংক্রান্ত আদেশ জারি হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় ঢাকা শহরে চলা বিভিন্ন আন্দোলনের বিষয়ে আলোচনা হয়। মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন সংক্রান্ত আলোচনায় পুলিশের সহযোগিতা চান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ড. ফয়েজ তৈয়ব। পুলিশের পক্ষ থেকে হাদি হত্যার বিচার দাবিতে চলা ইনকিলাব মঞ্চের কর্মসূচিতেও রাস্তা বন্ধ করে রাখা হচ্ছে বলে জানানো হয়। এ সময় সরকারের একজন উপদেষ্টা বলেন, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে চলা আন্দোলন যৌক্তিক। আমরা অপরাধীদের ধরতে পারছি না বলেই তারা আন্দোলন করছে।

জুলাইযোদ্ধাদের হয়রানির বিষয়ে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে একজন উপদেষ্টা বলেন, আমরা এখানে যারা মিটিং করছি, আমাদের মনে রাখা উচিত জুলাইযোদ্ধারা মাঠে নেমেছিল বলেই আমরা এখানে বসে মিটিং করতে পারছি। এটি মাথায় রেখে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

সভা থেকেই একজন উপদেষ্টা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ফোন করে ষড়যন্ত্রের শিকার জুলাইযোদ্ধাদের বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পরই আইন উপদেষ্টা জুলাইযোদ্ধাদের বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন।

সভায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার দাবির বিষয়টি আলোচনায় আসে। এ সময় একাধিক উপদেষ্টা এটি দ্রুততম সময়ের মধ্যে করার পক্ষে মত দেন।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন- এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো সময় যেকোনো স্থানে প্রবেশ করতে পারবেন।’

রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠপর্যায়ে আরো সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরো জোরদার করাসহ অধিক সক্রিয় ও তৎপর থাকা এবং সব বাহিনীর গোয়েন্দা তথ্য-উপাত্ত সমন্বয় করার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে গত রোববার জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগ মোড়ে প্রথমে অবরোধ ও পরে অবস্থান কর্মসূচি পালন শেষে এমন দাবি করেন সংগঠনটির সভাপতি রিফাত রশীদ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এর আগে অবৈধ প্রলোভন ও কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় ষড়যন্ত্রমূলক মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় কর্মীকে আটক করে পরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ছাড়া গত ২৬ আগস্ট ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি মামলায় মো: হাসান নামে এক আন্দোলনকারীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। এ নিয়ে জুলাইযোদ্ধাসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।