ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের সময় থানা থেকে লুট হওয়া প্রায় ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটের আগেই এসব অস্ত্র উদ্ধার করা জরুরি

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা গেলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা বাড়বে। নির্বাচনের সময় কোনো দল বা গোষ্ঠী যেন অপকর্ম করে পার পেয়ে না যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দেন তিনি।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রাখতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের মধ্যে থেকে কাজ করলে নির্বাচনী পরিবেশে উৎসবের আমেজ বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

জুলাই বিপ্লবে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৫:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

জুলাই বিপ্লবের সময় থানা থেকে লুট হওয়া প্রায় ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটের আগেই এসব অস্ত্র উদ্ধার করা জরুরি

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা গেলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা বাড়বে। নির্বাচনের সময় কোনো দল বা গোষ্ঠী যেন অপকর্ম করে পার পেয়ে না যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দেন তিনি।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রাখতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের মধ্যে থেকে কাজ করলে নির্বাচনী পরিবেশে উৎসবের আমেজ বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।