ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের এসব নেতাকে এর আগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তারা দলীয়ভাবে আবেদন করলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর মধ্যে হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, খুলনা, নেত্রকোনা, গাজীপুর ও ফরিদপুর জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের মোট ২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. ফাতেমা খাতুনের অব্যাহতির আদেশও প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় ১২:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের এসব নেতাকে এর আগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তারা দলীয়ভাবে আবেদন করলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর মধ্যে হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, খুলনা, নেত্রকোনা, গাজীপুর ও ফরিদপুর জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের মোট ২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. ফাতেমা খাতুনের অব্যাহতির আদেশও প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।