জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯ টি কেন্দ্রের মধ্যে ৬ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি, জিএস, এজিএস সহ অধিকাংশ পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটরিয়ামে কেন্দ্রীয় নিয়ন্ত্রন কক্ষে এক আংশিক ফলাফল প্রকাশ করা হয়। বাকি কেন্দ্রের ভোট গণনা চলমান রয়েছে।
জানা যায়, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফ্যামেসি, লোকপ্রশাসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
এখন পর্যন্ত প্রকাশিত ৬টি কেন্দ্রের মোট ফলাফল:
ভিপি পদে—রিয়াজুল ইসলাম: ৫৮৪ ( শিবির), একেএম রাকিব: ৫২৭ ( ছাত্রদল)।
জিএস পদে—আব্দুল আলিম: ৫৭৭ (শিবির), খাদিজাতুল কুবরা: ২৭৭ (ছাত্রদল)।
এজিএস পদে— মাসুদ রানা: ৫৫৫ ( শিবির), তানজিল: ৪৭২ ( ছাত্রদল)



















