জাতীয় সংসদ নির্বাচন
ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ আবেদন মঞ্জুর, ১৫টি বাতিল
- আপডেট সময় ০২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
নতুন করে ৫১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতায় ফিরলেন। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন শেষে ৫২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের (বৈধ প্রার্থী) বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা একটি। সেটি হলো– ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করলে তা মঞ্জুর করায় তার মনোনয়ন বাতিল করা হয়। আপিল আবেদন খারিজ হয়েছে ১৫ জনের। তিনজনের আবেদন শুনানি অপেক্ষমান রয়েছে বলে ইসির শুনানি থেকে সচিব আনুষ্ঠানিকভাবে জানান। এদিকে, উল্লেখযোগ্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশননের উপস্তিতিতে এ আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে ৭০টি আপিল শুনানির জন্য নির্ধারিত ছিল। আপিলকারী ও তাদের পক্ষে আইনজীবীরা বৈধতা পেতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে প্রার্থীতা ফিরে পান ৫১ জন এবং প্রার্থীতা হারান একজন।
রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
এদিকে, সারাদেশে রিটানিং কর্মকর্তা ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন। সেই বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দিনে আপিল করেন ৬৪৫ জন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।
শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়া দলীয় প্রার্থীদের মধ্যে– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন, জামায়াতে ইসলামীর একজন, জাতীয় পার্টির ১৩ জন, ইসলামী ঐক্যজোটের একজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির দু’জন, খেলাফাত মজলিসের পাঁচজন, ইসলামী আন্দোলনের চারজন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, বাংলাদেশ কংগ্রেসের একজন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির একজন, জাগপার দু’জন, ইসলামিক ফ্রন্টের একজন, এবি পার্টির একজন, বাসদের দু’জন, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের একজন। আর স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে ১৩ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।



















