গণমাধ্যম দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে ফাংশন করুন- জামায়াত আমির
- আপডেট সময় ০৫:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
“গণমাধ্যম কোন দলীয় মাধ্যম না, এ কথা মাথায় রেখে গণমাধ্যমের ফাংশন করা উচিত” বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সোমবার ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সাথে বৈঠক শেষে এ কথা বলেন জামায়াত আমির।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন জামায়াত আমির। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভুমিকা পালন করতে আহবান জানান তিনি।
তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে সকল শান্তিকামী, সভ্য ও গণতন্ত্রকামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করবে। প্রতিবেশী দেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক থাকবে। পারষ্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে।
জোটের আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, “১১ দলীয় জোটের আসন সমঝোতার বিষয়ে ২-১ দিনের মধ্যে ঘোষনা আসবে বলে জানান তিনি। ”
সংবাদ ২৪৭/ এজে



















