দু-এক দিনের মধ্যে জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে-জামায়াত আমির
- আপডেট সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
আগামী দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। বিচার বিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে।
প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে ঝুঁকতে চায় না জামায়াত।
জামায়াত আমির বলেন, এবারের নির্বচনে মা-বোনেরা প্রধানত আমাদেরই পছন্দ করবে। আমরা তাদের বিষয়ে সচেতন। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। ভাইয়েরাও তা-ই। সম্পর্কে মিচুয়াল রেসপেক্ট থাকবে।
সংবাদ ২৪৭/ এজে



















