১১ দলীয় জোটে টানাপোড়েন
জোটে থাকা-না থাকার বিষয়ে বৈঠক ডেকেছে ইসলামী আন্দোলন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
১১ দলীয় জোটে থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্তের জন্য মজলিসে শুরার বৈঠক ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (বুধবার) দুপুর ৩টায় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের দিকে হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
সংবাদ ২৪৭/ এজে


















