ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
এনসিপির দুজন কর্মী আহত

চাপাতি নিয়ে এনসিপি প্রার্থীকে ফলো করছিলেন যুবক, জিজ্ঞাসাবাদে যা বললেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপির দুজন কর্মী আহত হন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলায় কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২) ও মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

ঘটনার বর্ননা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিন ভাইয়ের পেছনে অনুসরণ করতে দেখা যায়। নেতাকর্মীদের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এ সময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে।

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ওই যুবক জানায়– তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল আমিন ভাইকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, আমি নিরাপদ আছি। এই ঘটনা ফতুল্লা থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তাদের অবগত করেছি। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠাই। কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

তিনি আরও বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন

এনসিপির দুজন কর্মী আহত

চাপাতি নিয়ে এনসিপি প্রার্থীকে ফলো করছিলেন যুবক, জিজ্ঞাসাবাদে যা বললেন

আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপির দুজন কর্মী আহত হন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলায় কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২) ও মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

ঘটনার বর্ননা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিন ভাইয়ের পেছনে অনুসরণ করতে দেখা যায়। নেতাকর্মীদের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এ সময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে।

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ওই যুবক জানায়– তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল আমিন ভাইকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, আমি নিরাপদ আছি। এই ঘটনা ফতুল্লা থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তাদের অবগত করেছি। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠাই। কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

তিনি আরও বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি।