চুয়াডাঙ্গায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, বিএনপি-জামায়াত সংঘর্ষ
- আপডেট সময় ০৭:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগীরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার কয়েকজন বিএনপির নারী কর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং হেনস্তা করেন বলে অভিযোগ উঠে।
পরবর্তীতে বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের আরও নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, দাওয়াতি কার্যক্রমে অংশ নেয়া নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধর করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

















