ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপির স্থানীয় নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপির।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় পথসভা চলাকালে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ফেসবুক পোস্টে লিখেন, ‘খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা ১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের ওপর বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে।’

তিনি জানান, ‘আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।’

ভোটের মাঠে বাংলাদেশের জনগণ এর সমুচিত জবাব দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আরিফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম তার পথসভা চালিয়ে যাচ্ছেন। আবারও কেউ হামলা করতে এলে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলা

আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপির স্থানীয় নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপির।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় পথসভা চলাকালে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ফেসবুক পোস্টে লিখেন, ‘খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা ১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের ওপর বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে।’

তিনি জানান, ‘আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।’

ভোটের মাঠে বাংলাদেশের জনগণ এর সমুচিত জবাব দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আরিফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম তার পথসভা চালিয়ে যাচ্ছেন। আবারও কেউ হামলা করতে এলে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন তিনি।