নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা শহরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় জামায়াতের আয়োজিত নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন টুপামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সভাপতি আউয়াল হোসেন ও সাবেক ছাত্রদল কর্মী সোহেল ইসলামসহ অর্ধশতাধিক সমর্থক।



















