ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটককৃত মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মৃত হাবিবার মিয়ার ছেলে।


















