ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মামলা বাণিজ্য করে এখন বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, একটি দল ততই হিংস্র হয়ে উঠছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি দল সারাদেশে ফ্যাসিস্টের নাম করে মামলা বাণিজ্য করে এখন বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে।

‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের’ মতো ওই দলের নেতাকর্মীরা হামলা-মামলা সন্ত্রাসকে ক্ষমতার সিঁড়ি হিসেবে বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্টেশন রোড এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের প্রচারণায় এ পথসভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের আগে আপনারা দেখেছেন, ফ্যাসিস্ট আমলে এই পুরো বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি হয়েছিল। আমরা চাই না বাংলাদেশটি আগের মতো হোক। আমরা স্পষ্ট করেই বলেছিলাম যে, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। আইনের শাসন অনুযায়ী সবার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, গণহত্যার সঙ্গে জড়িত ছিল না এবং ফ্যাসিস্ট ছিল না তাদের প্রতি কোনো ধরণের অবিচার করা হবে না।’

‘কিন্তু আমরা দেখেছি, একটি দল সারাদেশে ফ্যাসিস্টের নাম করে মামলা দিয়েছে এবং ব্যাপক মামলা বাণিজ্য করেছে। যখন ভোটের সময় আসছে তারা বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা,’ বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই প্রতারণা তারা তাদের ইশতেহারেও করছে। তারা একসময় ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, কিন্তু নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে। এখন তারা আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এসব মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভ্রান্ত হবেন না। যারা ১৭ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দমন-পীড়ন চালিয়েছে, আজ তাদেরই পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য একটি দলের শীর্ষ নেতারা বিভিন্ন জায়গয় সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়?’

একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে— পথসভায় এমন অভিযোগ তুলেন নাহিদ। তিনি বলেন, ‘১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।’

একতরফা হামলা চলতে থাকলে ১১ দলও বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

নিউজটি শেয়ার করুন

মামলা বাণিজ্য করে এখন বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, একটি দল ততই হিংস্র হয়ে উঠছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি দল সারাদেশে ফ্যাসিস্টের নাম করে মামলা বাণিজ্য করে এখন বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে।

‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের’ মতো ওই দলের নেতাকর্মীরা হামলা-মামলা সন্ত্রাসকে ক্ষমতার সিঁড়ি হিসেবে বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্টেশন রোড এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের প্রচারণায় এ পথসভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের আগে আপনারা দেখেছেন, ফ্যাসিস্ট আমলে এই পুরো বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি হয়েছিল। আমরা চাই না বাংলাদেশটি আগের মতো হোক। আমরা স্পষ্ট করেই বলেছিলাম যে, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। আইনের শাসন অনুযায়ী সবার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, গণহত্যার সঙ্গে জড়িত ছিল না এবং ফ্যাসিস্ট ছিল না তাদের প্রতি কোনো ধরণের অবিচার করা হবে না।’

‘কিন্তু আমরা দেখেছি, একটি দল সারাদেশে ফ্যাসিস্টের নাম করে মামলা দিয়েছে এবং ব্যাপক মামলা বাণিজ্য করেছে। যখন ভোটের সময় আসছে তারা বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা,’ বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই প্রতারণা তারা তাদের ইশতেহারেও করছে। তারা একসময় ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, কিন্তু নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে। এখন তারা আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এসব মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভ্রান্ত হবেন না। যারা ১৭ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দমন-পীড়ন চালিয়েছে, আজ তাদেরই পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য একটি দলের শীর্ষ নেতারা বিভিন্ন জায়গয় সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়?’

একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে— পথসভায় এমন অভিযোগ তুলেন নাহিদ। তিনি বলেন, ‘১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।’

একতরফা হামলা চলতে থাকলে ১১ দলও বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’